বার্সেলোনার সাথে ফরাসি তারকা উসমান দেম্বেলের সম্পর্কে খানিকটা বরফ গলেছে। এখন নিয়মিতই বার্সেলোনার একাদশে থাকছেন দেম্বেলে। দলের জয়েও অবদান রাখছেন। সতীর্থ পেদ্রীর মতে, দেম্বেলে একটা ক্ষ্যাপাটে খেলোয়াড়।
বার্সেলোনার সাথে দেম্বেলের সময়টা ভালো গেলেও এখনো তার ভবিষ্যৎ অনিশ্চিত। তবে পেদ্রি আশাবাদী ফ্রেঞ্চম্যান চুক্তি নবায়ন করে ক্যাম্প ন্যুতেই থাকবেন। কেননা বার্সেলোনার হয়ে সেরা সময়টাই কাটাচ্ছেন দেম্বেলে।
স্পেনের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পেদ্রি বলেন, ‘তার (দেম্বেলে) সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। সে একজন ক্ষ্যাপাটে খেলোয়াড়।। সে আমাকে অনেক অবাক করেছে।’
স্প্যানিশ তরুণ আরও বলেন, ‘আপনি বুঝবেন না সে বাম নাকি ডানদিকে যাচ্ছে। সে যে পথে চায় সেদিকে যায়। মাঝে মাঝে আমি তার ভবিষ্যৎ নিয়ে তার সাথে রসিকতা করি। কিন্তু এটা এমন একটি সিদ্ধান্ত যা একমাত্র তাকেই নিতে হবে।’
ক্যাম্প ন্যুতে জাভি হার্নান্দেজের আগমনে ভালো উন্নতি করেছে ব্লাউগ্রানারা। বার্সেলোনার সাবেক মিডফিল্ডারের অধীনে সময়টা উপভোগ করছেন পেদ্রি। এক ফাঁকে সেটাও জানালেন তিনি।
পেদ্রী বলেন, ‘তিনি এমন একজন কোচ যিনি আমাদের প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস দেন। কারণ তিনি খুব ভাল করেই জানেন যে তিনি কী করতে চান। খেলোয়াড়রা তাকে পুরোপুরি বুঝতে পারছেন।’
এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ক্লাসিকোতে ৪-০ গোলের জয়ের পর বার্সেলোনা এখন ইতিবাচক দিকেই নজর দিচ্ছে। কাতালানদের চোখ এখন সামনের দিকে। তাও জানিয়ে রাখলেন এই সম্ভাবনাময় তরুণ।
পেদ্রি বলেন, ‘আমরা যেভাবে খেলেছি সেটা আমি কখনই ভুলবো না। আমরা ভালো করার অনেক ইচ্ছা নিয়ে গিয়েছিলাম। আমরা খুব খুশি হয়ে ফিরেছি। আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে সব হয়েছে। কিন্ত এতোটা ভালো ফলাফল আশা করিনি।’
বার্সেলোনার উপর আর্থিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জল্পনা চলছে যে লিওনেল মেসি আসন্ন গ্রীষ্মে প্যারিস সেন্ট জার্মেই থেকে ফিরতে পারেন। পেদ্রি জানালেন মেসি ফিরলে তিনি বেশ খুশিই হবেন।
১৯ বছর বয়সী এই তারকা বলেন, ‘মাঠ এবং মাঠের বাইরে লিওর সাথে আমি দুর্দান্ত সময় কাটিয়েছি। সে একজন দুর্দান্ত ব্যক্তি। আশা করি সে ফিরে আসবে। আমি তার সাথে খেলা উপভোগ করেছি এবং তাকে সতীর্থ হিসাবে পেয়ে আনন্দিত।’
পেদ্রি আরও বলেন, ‘আমি যখনই পারি আমি তার খেলা দেখি। কারণ আপনি বিশ্বের সেরা ফুটবলারের খেলা দেখে অনেক কিছু শিখতে পারবেন।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি