বিদায় বেলা কাঁদলেন ইনিয়েস্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৮ এপ্রিল ২০১৮
বিদায় বেলা কাঁদলেন ইনিয়েস্তা

বিদায় বেলা সত্যিই কঠিন। আন্দ্রেস ইনিয়েস্তার জীবনের সেই দুঃখের দিন চলে এল। আগেই জানিয়ে দিয়েছিলেন, মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়বেন। শুক্রবার সংবাদ সম্মেলনে এসে বিদায় নিলেন স্প্যানিশ এ কিংবদন্তী। কথা বলতে গিয়ে চোখের জল আটকে রাখতে পারছিলেন না তিনি। ৩৩ বছর পার করা জীবনের ২২টি বছরই ছিলেন এ বার্সেলোনায়।

সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত ইনিয়েস্তা বলেন, ‘এই সংবাদ সম্মেলনটা সবাইকে জানানোর জন্য যে, এটাই এখানে আমার শেষ মৌসুম। খুব কঠিন কিন্তু সুচিন্তিতই সিদ্ধান্তটা। এখানে ২২ বছর কাটিয়ে আমি বুঝেছি, বার্সেলোনার খেলোয়াড় হওয়াটা কী। আমার জন্য এটাই বিশ্বের সেরা দল। এটা আমার জন্য কঠিন একটি দিন। কারণ আমার পুরো জীবনটাই এখানে কাটিয়ে দিয়েছি, এখানে বিদায় বলা কঠিন।’

ক্লাব থেকে শুরু করে সতীর্থ এবং যাদের সঙ্গে কাজ করেছেন সবার প্রতি বিদায়বেলায় কৃতজ্ঞতা স্বীকার করেছেন ইনিয়েস্তা। আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন সমর্থক এবং পরিবারের আপনজনদের, ‘ক্লাব, সতীর্থ, যাদের সঙ্গে ছিলাম-সবাই আমাকে ভালো থাকতে সাহায্য করেছেন। ধন্যবাদ সমর্থকদের, যারা এত ভালোবাসা দিয়েছেন। আমার বাবা-মা, বোন...২২ বছর আগে আমরা একটি গাড়িতে করে এখানে এসেছিলাম, আজ তারা আবারও আমার সঙ্গে। এখানে আমি জীবনের সেরা মানুষটার সঙ্গে, যে আমাকে প্রতি মুহূর্তেই আনন্দিত রাখে, আমার স্ত্রী। সঙ্গে আমাদের তিন সন্তান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

বার্সেলোনার হয়ে এমন কিছু নয় যে জেতেননি। ১৬ মৌসুমে ৩১টি ট্রফি তার শোকেসে। অথচ এমন দুর্দান্ত ক্যারিয়ারের মাঝেও কখনো ব্যালন ডি'অর জেতা হয়নি ইনিয়েস্তার। যেটার জন্য দুঃখপ্রকাশ করেছে খোদ ব্যালন ডি'অর কর্তৃপক্ষ। ইনিয়েস্তার মতো একজনের প্রতি তো অবিচারই হয়েছে। তবে বিদায় বেলায়ও জানিয়ে দিলেন, এসব নিয়ে আক্ষেপ নেই তার। তিনি যে শুধু বড় খেলোয়াড়ই নন, বড় মনের মানুষও!



শেয়ার করুন :


আরও পড়ুন

সালাহকে ছাড়ার জন্য চেলসি দায়ী : মরিনহো

সালাহকে ছাড়ার জন্য চেলসি দায়ী : মরিনহো

রাশিয়া বিশ্বকাপে নেই ইব্রাহিমোভিচ

রাশিয়া বিশ্বকাপে নেই ইব্রাহিমোভিচ

শৃঙ্খলা ভঙের কাঠগড়ায় বায়ার্ন

শৃঙ্খলা ভঙের কাঠগড়ায় বায়ার্ন

দশ মাদ্রিদের কাছেও পারলো না আর্সেনাল

দশ মাদ্রিদের কাছেও পারলো না আর্সেনাল