ইতিমধ্যেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। ফুরফুরে মেজাজেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে নেমেছিল তারা। তাতে রেকর্ডের খাতায় ভাগ বসালেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তার গোলেই পিছিয়ে পরেও সুইজারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো ইংলিশরা।
বাংলাদেশ সময় রোববার (২৭ মার্চ) রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের চতুর্দশ মিনিটেই প্রথম সুযোগ পায় ইংল্যান্ড। তবে কাজে লাগাতে পারেননি কনর গালাঘার।। গোলমুখে তার শট হেডে ক্লিয়ার করেন এক সুইস ডিফেন্ডার।
এর আট মিনিট পরেই ইংল্যান্ডকে হতবাক করে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ম্যাচের ২২তম মিনিটে মাঠের ডান দিক থেকে জারদান শাকিরি উড়িয়ে দেয়া দারুণ ক্রসে হেড থেকে চমৎকার গোলটি করেন সুইস ফরোয়ার্ড এমবোলো।
৩৮ মিনিটে আরেকবার বেঁচে যায় ইংল্যান্ড। শাকিরি বাঁকানো শটে বাধা হয়ে দাঁড়ায় গোলপোষ্ট। এই সময়টুকু নিজেদের হারিয়ে খুঁজতে থাকে ইংল্যান্ড। তবে প্রথমার্ধের বিরতির ঠিক আগমুহূর্তেই সমতায় ফেরে তারা।
সুইস খেলোয়াড়দের ভুলে বল পেয়ে ওয়াকার পিটার্স। তিনি বল বাড়ান গালাঘারকে। গালাঘারের পাসে বাঁ পায়ে দূরপাল্লার শট নেনে লুক শ। গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই তার শট খুজে নেয় জাল। সমতায় ফেরার পর ভাটা পড়ে খেলার গতিতে।
ম্যাচের ৭৮তম মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। জ্যাক গ্রিলিশের কর্নারে মার্ক গেয়ির হেড সুইজারল্যান্ডের স্টেভেন জুবার হাতে লাগলে ভিএআরের সাহায্যে নেন রেফারি। সেখান থেকেই পেনাল্টি পায় ইংল্যান্ড। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন কেইন।
এই গোলের মধ্যে দিয়ে একটি রেকর্ডে ভাগ বসালেন ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোলের তালিকায় গ্যারি লিনেকারকে (৪৮) ছাড়িয়ে স্যার ববি চার্লটনের (৪৯) পাশে বসেছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৫৩ গোল নিয়ে সবার উপরে আছেন ওয়েইন রুনি।
এরপর আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত রইল ইংল্যান্ড।
স্পোর্টসমেইল২৪/এএইচবি