‘অবসর’ ভাবনায় লিওনেল মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৬ মার্চ ২০২২
‘অবসর’ ভাবনায় লিওনেল মেসি

কাতার বিশ্বকাপের আগে নিজেদের ঘরের মাঠে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে ৩-০ গোলের জয়ও পেয়েছে আলবিসেলেস্তারা। এই ম্যাচের পর ল্যাপ অব অনারের মাধ্যমে মাঠ ছাড়েন লিওনেল মেসি। আর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিলেন কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার।

দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে দেশকে শিরোপা জিতিয়েছেন লিওনেল মেসি। এবার অপেক্ষা বিশ্বকাপ জয়ের। শেষ পর্যন্ত লিওনেল মেসির পাশে বিশ্বকাপ যুক্ত হবে কিনা তা জানতে হলে অপেক্ষা করতে হবে বছরের শেষ পর্যন্ত। তবে এর আগেই বিশ্বকাপের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেন এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন লিওনেল মেসি।

ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘বিশ্বকাপের পর অনেক কিছু নিয়েই ভালোভাবে ভাবতে হবে। খেলা চালিয়ে যাবো কি-না, বা কি করবো তা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে। এটা নিশ্চিত বিশ্বকাপের পর অনেক কিছুই বদলে যাবে।’

অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেও এখন অবশ্য আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলোর দিকেই নজর রাখছেন লিওনেল মেসি। বলেন, ‘এখন আমার লক্ষ্য মঙ্গলবার (২৯ মার্চ) একুয়েডর ম্যাচ নিয়ে। এরপর জুন ও সেপ্টেম্বরের প্রস্তুতি ম্যাচ নিয়ে।’

আর্জেন্টিনার জার্সিতে ২০১৪ সালে ফাইনাল খেলেছিলেন লিওনেল মেসি। তবে সেবার জার্মানির কাছে স্বপ্ন ভাঙে আর্জেন্টিনার। এবার বিশ্বকাপ জয়ের বড় লক্ষ্য নিয়েই কাতারের বিমান ধরবে আলবিসেলেস্তারা। টানা তিন আসরে জার্মানির কাছে হারের স্বাদ পায় আর্জেন্টিনা।

জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১৫১ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। এ সময় তার পা থেকে এসেছে ৮০ গোল। আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও লিও। এখন পর্যন্ত যতগুলো ম্যাচে গোল পেয়েছেন মেসি, সেই ম্যাচগুলোতে এখন পর্যন্ত হারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপেও মেসির দিকেই তাকিয়ে থাকবে আর্জেন্টিনাবাসী।

অবশ্য জাতীয় দলের হয়ে নিয়মিত গোল করতে না পারা এবং তার খেলা নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে এতসব সমালোচনার পরেও নিজের পারফর্মেন্স ধরে রেখে এগিয়ে গেছেন মেসি। হয়েছেন আর্জেন্টিনার সমর্থকদের প্রিয় খেলোয়াড়। তার উপর ভর করেই দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরাও ঘুচিয়েছিল আর্জেন্টিনা।

লিওনেল মেসির পাশাপাশি কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়ে রেখেছেন আঞ্জেল ডি মারিয়া। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার মাটিতে ‘শেষ ম্যাচ’ খেলেছেন ডি মারিয়া!

আর্জেন্টিনার মাটিতে ‘শেষ ম্যাচ’ খেলেছেন ডি মারিয়া!

পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কিত’ মারিও কেম্পেস

পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কিত’ মারিও কেম্পেস

আর্জেন্টিনার হয়ে খেললেই মেসির নামে বানাতে হয় ৩শ’ জার্সি!

আর্জেন্টিনার হয়ে খেললেই মেসির নামে বানাতে হয় ৩শ’ জার্সি!

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকবেন আগুয়েরো

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকবেন আগুয়েরো