কাতার বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে ভেনিজুয়েলাকে আতিথ্য দিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে সফরকারীদের বিপক্ষে আলবিসেলেস্তাদের জয় ৩-০ গোলের। ভেনিজুয়েলা ম্যাচের পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া জানিয়েছেন, জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে এটাই তার শেষ ম্যাচ।
ভেনিজুয়েলা বধের দিনে আর্জেন্টিনার হয়ে গোল করেন নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। তাদের গোলেই ভেনিজুয়েলাকে উড়িয়ে দিয়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
কাতার বিশ্বকাপের আগে এটাই ছিল ঘরের মাঠে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ। এখন অপেক্ষা কাতার বিশ্বকাপের! ধারণা করা হচ্ছে কাতার বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাতে পারেন ডি মারিয়া। হয়তো এটারই আভাস দিয়ে রেখেছেন তিনি।
ডি মারিয়া বলেন, ‘আমি যে ভালোবাসা পেয়েছে এর জন্য সবাইকে ধন্যবাদ। আমি সবসময় আজকের এই রাতের জন্যই অপেক্ষায় ছিলাম। এটাই সম্ভবত আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে আমার শেষ ম্যাচ। সবাইকে ধন্যবাদ। পুরো দলকেও ধন্যবাদ। এটা অসাধারণ একটা ম্যাচ ছিল। আশা করি আর্জেন্টিনা আরও সামনে এগিয়ে যাবে।’
View this post on Instagram
২০০৮ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পান অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর থেকেই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছিলেন তিনি। ২০২২ সালে দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এই ফুটবলার।
১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে জিতেছেন একটি কোপা আমেরিকার শিরোপা। এছাড়াও ২০০৮ টোকিও অলিম্পিকে আর্জেন্টিনার স্বর্ণ জয়েও বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর