চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক ইনজুরি সমস্যায় ভুগছেন বেলজিয়ান তারকা ফুটবলার এডেন হ্যাজার্ড। আবারও ইনজুরিতে পড়েছেন এই ফুটবলার। এবার যেতে হবে শল্যবিদের ছুরির নিচে। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
সর্বশেষ এক মাসে রিয়াল মাদ্রিদের হয়ে এক মিনিটের জন্যও মাঠে নামেননি এডেন হ্যাজার্ড। এরই মধ্যেই অনুশীলনে চোট পান এই ফুটবলার। ডান পায়ে চোটের কারণে তাকে যেতে হবে শল্যবিদের ছুরির নিচে।
কবে নাগাদ অস্ত্রোপচার করানো হবে তা এখনও নিশ্চিত করেনি রিয়াল মাদ্রিদ। আর অস্ত্রোপচারের পর আর কতদিন মাঠের বাইরে থাকবেন তা এখনও নিশ্চিত করেনি স্পেনের ক্লাবটি।
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছাড়ার এক মৌসুম পর ক্লাবটিতে যোগ দেন বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড। চেলসিতে থাকা নিজের সেই দূর্দান্ত ছন্দ রিয়ালে এসে ধরে রাখতে পারেননি তিনি। বরং বার বার ইনজুরির কারণে মাঠের বাইরে যেতে হয়েছে তাকে।
রিয়ালে যোগ দেওয়ার আড়াই বছরে গ্যালাক্টিকোদের জার্সিতে মাত্র ৬৫ ম্যাচ খেলেছেন এই ফুটবলার। আর চলতি ২০২১-২২ মৌসুমে অবস্থা আরও খারাপ। এই মৌসুমে খেলেছেন ২১ ম্যাচ। যার মধ্যে আট ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ১৬ বার ইনজুরির কবলে পড়েছেন এই ফুটবলার। আর এই কারণে মাঠের বাইরের বেশি সময় কাটিয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর