পাঁচ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে নরওয়ে দলে অ্যাডা হেগারবার্গ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৪ মার্চ ২০২২
পাঁচ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে নরওয়ে দলে অ্যাডা হেগারবার্গ

পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে আবারও নরওয়ে জাতীয় ফুটবল দলে ফিরছেন ব্যালন ডি’অর জয়ী তারকা খেলোয়াড় অ্যাডা হেগারবার্গ। নরওয়েতে নারী খেলোয়াড়দের প্রতি অসম্মানের কারণে ২০১৭ সালে জাতীয় দলের হয়ে খেলা বন্ধ করে দেন লিয়নের এই নারী ফরোয়ার্ড।

চলতি বছরের এপ্রিলে কসোভো ও পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত দলে অন্তর্ভুক্ত হয়েছেন হেগারবার্গ। চলতি গ্রীষ্মে ইংল্যান্ডে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে আবারও মাঠে নামতে পারেন তিনি।

আবারও মাঠে নামতে পারবেন জেনে উচ্ছ্বাসিত হেগারবার্গ বলেন, ‘আবারও ফিরে আসতে পেরে অবিশ্বাস্যভাবে ভালো লাগছে। মাঠে এবং মাঠের বাইরে - ফুটবলের জন্য, নরওয়ের জন্য। কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য অন্তত নয়।’

নারীদের অসম্মানের কারণে নরওয়ে জাতীয় দলে না খেললেও ক্লাব ফুটবলে খেলে যাচ্ছিলেন ২৬ বছর বয়সী এই তারকা। তবে লিগামেন্টের ইনজুরির জন্য প্রায় ২০মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে।

ক্লাবের হয়ে লিয়নকে পাঁচটি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে বেশিরভাগ অবদানই হেগারবার্গের। তারপর থেকেই তাকে নারী ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়।

আবারও ফুটবলে ফিরতে পেরে হেগারবার্গ যেমন খুশি তেমনি তাকে পেয়ে আনন্দিত নরওয়ে কোচ মার্টিন সজোগ্রেনও। তিনি হেগারবার্গকে বিশ্বের ‘সেরাদের একজন’ হিসাবে মূল্যায়ন করেছেন এবং বলেছেন যে তার প্রত্যাবর্তন জাতীয় দলের জন্য বিশেষ কিছু।

দলে ফেরা নিয়ে কম আনন্দিত নন হেগারভার্গও। তিনি বলেন, ‘আমাকে আবার বাচ্চার মতো লাগছে। দলের সাথে ফিরে আসতে পেরে আমি খুশি। একটি নতুন গল্প শুরু করতে পেরে আমি খুবই খুশি।’

বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ এফ - এ শীর্ষে রয়েছে নরওয়ে।  তারা ৭ এপ্রিল কসোভো এবং ১২ এপ্রিল পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। ওইদিকে ২০২২ ইউরোতে তারা প্রতিপক্ষে হিসেবে পেয়েছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও অস্ট্রিয়াকে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৮ ও ২০৩২ ইউরো’র আয়োজক হতে চায় রাশিয়া

২০২৮ ও ২০৩২ ইউরো’র আয়োজক হতে চায় রাশিয়া

পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কিত’ মারিও কেম্পেস

পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কিত’ মারিও কেম্পেস

রিয়াল বসিয়ে রাখলেও জাতীয় দলের অনুশীলনে গ্যারেথ বেল

রিয়াল বসিয়ে রাখলেও জাতীয় দলের অনুশীলনে গ্যারেথ বেল

দেম্বেলের জায়গায় বার্সেলোনার প্রথম পছন্দ রাফিনহা

দেম্বেলের জায়গায় বার্সেলোনার প্রথম পছন্দ রাফিনহা