বিশ্বকাপ জয়, এটা যেকোনো ক্রীড়াবিদের জন্যই স্বপ্নের মতো ব্যাপার। বিশ্বকাপ জয়ের মেডেল, এতো সারা জীবনের বাঁধাই করে রাখার মতো জিনিস! তবে সেই মেডেল ধরে রাখতে পারেননি পল পগবা। সেটা এখন চলে গিয়েছে চোরের কাছে।
চলতি বছরের ১৫ মার্চ চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচ চলাকালীন পল পগবার বাড়িতে চোরের আগমণ ঘটেছিল। আর তখনই পগবার বাড়ি থেকে বিশ্বকাপ জয়ের মেডেল নিয়ে গেছে চোর।
ম্যাচ শেষে চুরির খবর জানতে পারলেও কি কি চুরি হয়েছে তা জানাননি এই ফরাসি মিডফিল্ডার। চুরির ঘটনার এক সপ্তাহ পর এই বিষয়ে মুখ খুললেন পগবা।
আন্তর্জাতিক ম্যাচের উইন্ডোতে নিজ দেশ ফ্রান্সের হয়ে মাঠে নামবেন পল পগবা। এই ম্যাচ খেলতে পগবার বর্তমান অবস্থান। ফ্রান্স। সেখানেই এই গণমাধ্যমকে এই তথ্য জানান পগবা।
তিনি বলেন, ‘ চুরি যাওয়া জিনিসের মধ্যে আমার মায়ের গহনা ছিল। আমার বিশ্বকাপ জয়ের পদক ছিল। ঘটনার সময় আমার দুই সন্তান ন্যানির সাথে বাড়িতে ছিল। এটার জন্যই আমি বেশি ভয় পেয়েছিলাম।’
শুক্রবার (২৫ মার্চ) আইভেরি কোস্টের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবে ফ্রান্স। চার দিন পর পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর