আন্তর্জাতিক অবসর কাটিয়ে রাশিয়া বিশ্বকাপে সুইডেনের হয়ে প্রতিনিধিত্ব করার বিষয়টি উড়িয়ে দিয়েছেন এলএ গ্যালাক্সি স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডিশ ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।
ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশীপের পরে ইব্রাহিমোভিচ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দেন। এর আগে তিনি ২০০২ ও ২০০৬ সালে বিশ্বকাপে সুইডেনের প্রতিনিধিত্ব করেছেন। গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মেজর লীগ সকারের দল এলএ গ্যালাক্সিতে পাড়ি জমান ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার। বিশ্বকাপের বাছাইপর্বে প্লে অফে ইতালিকে বিদায় করে দিয়ে ১২ বছর পরে প্রথমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জণ করে সুইডেন। তারপর থেকেই অবসর ভেঙ্গে ইব্রার জাতীয় দলে ফেরার গুজব শোনা গিয়েছিল।
যদিও এ ব্যপারে ইব্রাহিমোভিচের ফিরে আসার কোন সুযোগ নেই বলে সুইডিশ ফুটবল এসোসিয়েশনের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। এ সম্পর্কে সুইডিশ ফুটবলের স্পোর্টিং পরিচালক লারস রিচে বলেছেন, ‘জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জ্লাতান আগেই জানিয়ে দিয়েছিল। আর সে এখনো সেই সিদ্ধান্তেই আছে। আমি তার সাথে কথা বলেছি। সে আমাদের জানিয়েছে জাতীয় দলে ফেরার আর কোন সম্ভাবনা নেই।’
জ্লাতান ইব্রাহিমোভিচ নিজেও এ সম্পর্কে বলেছেন, জাতীয় দলের কোন অংশ এখন আর আমি নই। এখানে অন্য কোন কারনও নেই। আমি বিশ্বকাপ দেখতে অবশ্যই যাব, তবে খেলতে নয়।