রিয়াল বসিয়ে রাখলেও জাতীয় দলের অনুশীলনে গ্যারেথ বেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৬ এএম, ২৩ মার্চ ২০২২
রিয়াল বসিয়ে রাখলেও জাতীয় দলের অনুশীলনে গ্যারেথ বেল

রিয়াল মাদ্রিদে গ্যারেথ বেলের চলতি মৌসুমটা সাইডবেঞ্চে বসেই কেটেছে। একাধিক চোটের কারণে ওয়েলস তারকাকে মাঠে নামাতে পারেনি রিয়াল। সুস্থ হয়ে ফিরলেও তেমন একটা সুযোগ হয়নি মাঠে নামার। তবে রিয়াল বসিয়ে রাখলেও জাতীয় হয়ে ঠিকই অনুশীলনে নেমে গেছেন ওয়েলস তারকা।

রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি বেলকে আনফিট দেখিয়ে মাঠে না নামালেও ওয়েলসের অনুশীলনে পুরোপুরি ফিট বলে মনে হচ্ছে তাকে। সোমবার অনুশীলনে ফেরার পর সতীর্থদের সাথে পুনরায় মিলিত হওয়ায় এই ফরোয়ার্ডের মুখে ছিল আনন্দের ঝিলিক।

স্প্যানিশ ক্লাবের বেঞ্চে নিয়মিত উপস্থিত হওয়া সত্ত্বেও বেলকে কার্লো আনচেলত্তি এড়িয়ে চলেছেন সবসময়। বেলের পজিশনে থাকা অন্য খেলোয়াড়রা ভালো করার কারণেই কি সাবেক টটেনহ্যাম তারকাকে এড়িয়ে চলেছেন রিয়াল কোচ? উত্তর জানা যাবে ওয়েলসের ম্যাচে।

চলতি মার্চের ২৫ তারিখে কাতার বিশ্বকাপের প্লে-অফে অস্ট্রিয়ার মুখোমুখি হতে চলেছে ওয়েলস। এই ম্যাচকে সামনে রেখেই অনুশীলনে ফিরছেন বেল। বেলের ফেরা উপলক্ষ্যে জাতীয় দলের টুইটারে একটি ছবি শেয়ার করে ক্যাপশন দেয়া হয়েছে, ‘ওয়েলস মাফিয়া ফিরে এসেছে’।

ওইদিকে হঠাৎ বেলকে জাতীয় দলের হয়ে খেলতে দেখে রিয়াল সমর্থকদের মাঝে ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেননা এটা প্রথম কিংবা দ্বিতীয়বার নয়, যেখানে বেল ক্লাব ছেড়ে জাতীয় দলের হয়ে খেলছেন। তারচেয়ে বেশি অবাক করেছে হঠাৎ জাতীয় দলের জন্য তার ফিট এবং সুস্থ হয়ে ওঠা।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন বেল। তাতে মাঠে থেকেছেন ২৭০ মিনিট। অন্যদিকে জাতীয় দলের হয়ে চারটি ম্যাচে মাঠে দাঁপিয়ে বেড়িয়েছেন ২৩২মিনিট। প্লে-অফের ম্যাচ দিয়ে বেল চলতি মৌসুমে ক্লাবকে নিজের ওজনটা বুঝিয়ে দেয়ার সুযোগ পাচ্ছেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

এল ক্ল্যাসিকো হারের দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন আনচেলত্তি

এল ক্ল্যাসিকো হারের দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন আনচেলত্তি

বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল রিয়াল

বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল রিয়াল

বিশ্বকাপ বাছাইয়ে ওয়েলস দলে বেল-র‍্যামসে

বিশ্বকাপ বাছাইয়ে ওয়েলস দলে বেল-র‍্যামসে

জন্ম নেওয়া হাসপাতালে ৫ লাখ পাউন্ড দিলেন বেল

জন্ম নেওয়া হাসপাতালে ৫ লাখ পাউন্ড দিলেন বেল