বার্সেলোনার সাথে ফরাসি তারকা উসমান দেম্বেলের বনিবনা না হওয়ার বিষয়টা এখন পুরনো। বার্সার নিয়মিত একাদশেই দেখা যাচ্ছে দেম্বেলেকে। খেলছেনও দারুণ। তবে চুক্তির মেয়াদ শেষে কি হয় সেটা এখনো বলা যাচ্ছে না। বসে নেই বার্সাও। তারাও ঠিক করে রেখেছে দেম্বেলের ব্যাকআপ।
ফরাসি তারকা যদি চুক্তি শেষে কাতালুনিয়া ছেড়ে চলেই যান, তবে তার বদলি হিসেবে বার্সেলোনার প্রথম পছন্দ ব্রাজিলিয়ান তরুণ রাফিনহা। পরে মৌসুমের জন্য বার্সেলোনা এখন থেকেই পরিকল্পনা করে আগাচ্ছে। তার অংশ হিসেবে তারা রাফিনহার দিকে নজর রেখেছে।
আসন্ন গ্রীষ্মে উসমান দেম্বেলে ক্লাব ছেড়ে গেলে স্বাভাবিকভাবেই আক্রমণভাগ দুর্বল হয়ে পড়বে বার্সেলোনার। সেই ঘাটতিটা পূরণে কাতালানরা রাফিনহাকেই চাচ্ছে। যদিও এটা এখনো নিশ্চিত নয়। কেননা লিডস রাফিনহার জন্য প্রায় ৪০ মিলিয়ন ইউরো দর হাঁকিয়ে বসছে।
ওইদিকে আগামী গ্রীষ্মে দলবদলের বাজারে বার্সেলোনা আর্থিক জটিলতা এড়াতে কোনো ট্রান্সফার ফি যুক্ত না করে খেলোয়াড় আনার পরিকল্পনা করেছে।। তার নজর রেখেছে নওসাইর মাজরাউইরের দিকেও।
চলতি বছরের জানুয়ারিতে ধারে বার্সেলোনায় ফিরে এসেছিলেন আদামা ট্রাওরে। গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা তাকে একেবারেই রেখে দিতে পারে। ৩০ মিলিয়ন ইউরোতে শৈশবের ক্লাবে থেকে যেতে পারেন ট্রাওরে।
অন্যদিকে নরওয়ের তারকা এরলিং হ্যাল্যান্ডের বিষয়েও কথাবার্তা উঠেছে। তবে তাকে স্বাক্ষর করানোর ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। কয়েকটা সূত্র বলেছে, হ্যাল্যান্ডকে পেতে মোটেই আগ্রহী নয় বার্সা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি