কাতার বিশ্বকাপের প্লে অফে কঠিন লড়াইয়ের আগে ধাক্কা খেল পর্তুগাল। আগেই ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন ডিফেন্ডার রুবেন দিয়াস। এবার করোনা পজিটিভ হয়ে দল থেকে বাদ পড়লেন পেপে।
পর্তুগালের রক্ষণভাগের অন্যতম ভরসা ৩৯ বছর বয়সী পেপে। এছাড়াও তার সাথে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পালন করেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস। প্লে-অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদেরকে ছাড়াই মাঠে নামতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) প্লে অফের সেমি-ফাইনালে তরস্ককের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। একই গ্রুপের আরেক সেমিফাইনালে নর্থ মেসিডোনিয়ার প্রতিপক্ষ ইতালি। পর্তুগাল এবং ইতালি যদি নিজ নিজ সেমিফাইনাল জিতে, তাহলে বিশ্বকাপে যাওয়ার ম্যাচে তাদেরকে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে। তবে এই রকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারালেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
চলতি মাসের শুরুর দিকে ইনজুরির কারণে ক্লাবের ম্যাচ থেকে ছিটকে যান ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস। তখনই জানা গিয়েছিল এপ্রিলের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। তাই তো রুবেন দিয়াসকে ছাড়াই দল দিয়েছিল পর্তুগাল।
এবার করোনাভাইরাস মহামারির কারণে পেপে কে ছাড়াই প্লে অফে নামতে বাধ্য হচ্ছে পর্তুগাল। তার বদলি হিসেবে ফরাসি ক্লাব লিলের ডিফেন্ডার ডিয়াগো দিয়ালোকে ডেকেছেন কোচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর