লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পরবর্তী দুই ম্যাচে চিলির সামনে কঠিন প্রতিপক্ষ। ব্রাজিল ও উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এমন ম্যাচের আগেই চিলি শিবিরে দুঃসংবাদ হয়ে দেখা দিলো ব্রেরেটন ডিয়াজের ইনজুরি। এখনো নিশ্চিত নয় ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দিয়াজ খেলতে পারবেন কিনা।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচ খেলার সময় গোড়ালিতে চোট পান দিয়াজ। এরপর থেকে ২২ বছর বয়সী এই খেলোয়াড়কে ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে মাঠে দেখা যায়নি।
ক্লাবের হয়ে মাঠে না নামলেও ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ বাছাইপর্বের জন্য তাকে দলে রেখেছেন চিলি কোচ। এ নিয়ে রোভার্স কোচ টনি মোব্রে বলেন, ‘দিয়াজ তাদের হয়ে দুটি ম্যাচেই খেলতে পারবে না।’
বিবিসি রেডিও ল্যাঙ্কাশায়ারের সাথে আলাপচারিতায় মোব্রে বলেন, ‘আমি মনে করি ব্রাজিলের বিপক্ষে তার খেলার সুযোগ খুব কম। যদি কোন সুযোগ থাকে সেটা অন্য সব ফলাফলের উপর নির্ভর করবে। যদি উরুগুয়ের বিপক্ষে খেলার প্রয়োজন না হয়, তাহলে সে হয়তো বাড়ি চলে যাবে।’
২৪ মার্চ (বৃহস্পতিবারও ব্রাজিল এবং ৩০ মার্চ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে চিলি। ঐদিকে ব্ল্যাকবার্ন রোভার্সের পরবর্তী ম্যাচ ২ এপ্রিল কভেন্ট্রিতে। চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে লড়াইয়ে নামবে তারা।
চিলির হয়ে দিয়াজের মাঠে নামার ব্যাপারে বেশ রেগে আছেন রোভার্স কোচ মোব্রে। এতো সহজেই ব্যাপারটাকে ছাড় দিচ্ছেন না তিনি। মোব্রে বলেন, ‘সে যদি ফিট না হয় তাহলে তাকে ব্রাজিলের বিপক্ষেও মাঠে নামানো যাবে না।’
রোভার্স বস আরও বলেন, ‘আমি তার সাথে কথা (দিয়াজ) বলেছি। তাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি সে ফিট না থাকে, যদি সে অস্বস্তিতে থাকে, তবে তাকে তাদের (চিলি) বলা উচিত যে সে খেলছে না এবং এটাই চূড়ান্ত।’
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির অবস্থান খুব সুখকর নয়। ১৬ ম্যাচে ৫ জয় ৪ ড্র এবং ৭ হার নিয়ে পয়েন্ট তালিকায় ছয়ে আছে তারা। বিশ্বকাপের টিকিট পেতে হলে তাদেরকে পার হতে হবে জটিল সমীকরণের পথ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি