করোনাভাইরাস মহামারির কারণে আয় কমেছে ইউরোপিয়ান ফুটবলের ক্লাবগুলোর। এরই মধ্যেই প্রথমবারের মতো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আয় করা ক্লাবে পরিণত হয়েছে ম্যানচেস্টার সিটি। বার্সেলোনাকে হটিয়ে এই জায়গা নিজেদের করে নিয়েছে ক্লাবটি।
করোনাভাইরাস মহামারির মধ্যেই ২০২০-২১ মৌসুম শুরু হয়েছিল। এ সময় সবকিছুর মতো খেলাধুলাতেও পড়েছিল বাজে অর্থনীতির প্রভাব। তবে এর মধ্যেই ‘মানি লিগ’-এ শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। সর্বশেষ মৌসুমের তাদের মোট আয় ছিল ৬৪৪ দশমিক ৯ মিলিয়ন ইউরো।
১৯৯৬-৯৭ সাল থেকে মানি লিগ শুরু করেছিল বেসরকারি ফার্ম ডেলোয়েট। চতুর্থ ক্লাব হিসেবে শীর্ষস্থান দখল করলো ম্যানচেস্টার সিটি। এর আগে শীর্ষস্থানে সবসময় নিজেদের জায়গা ধরে রেখেছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার ইউনাইটেড। এবার এই তিন ক্লাবকে সরিয়ে সিটিজেনরা উঠে এসেছে শীর্ষে।
মানি লিগে সিটিজেনদের পরের অবস্থানেই আছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। সর্বশেষ মৌসুমে তাদের আয় ছিল ৬৪০ দশমিক ৭ মিলিয়ন ইউরো। তিন নম্বরে আছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। সর্বশেষ মৌসুমে তাদের আয় ৬১১ দশমিক ৪ মিলিয়ন ইউরো।
মানি লিগে শীর্ষ ২০ ক্লাবের ১১ টিই এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। এর মধ্যে প্রথমবারের মতো শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছে উলভস। এছাড়াও ১০ বছর পর এই লিগে ফিরেছে অ্যাস্টন ভিলা।
মানি লিগের শীর্ষে ২০ এ থাকা বাকি ৯ ক্লাব এসেছে স্পেন, ইতালি, জার্মানি এবং ফ্রান্স থেকে। ট্রান্সফার মার্কেটে বড় অঙ্ক খরচ করা প্যারিস সেন্ট জার্মেইনের অবস্থান ছয় নম্বরে। তাদের সর্বশেষ মৌসুমে আয় ছিল ৫৫৬ দশমিক ২ মিলিয়ন ইউরো।
মূলত কোভিড পরিস্থিতির কারণে আয় কমেছে ক্লাবগুলো। করোনার কারণে খেলার সূচিতে পরিবর্তন আনায় ব্রডকাস্ট রেভেনিউ কমেছে ক্লাবগুলো। এছাড়াও দর্শকহীন মাঠে খেলা হওয়ায় বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে ক্লাবগুলো। আর এতেই কমেছে ক্লাবগুলো আয়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর