আনন্দ করতে গিয়ে গ্যালারিতে ‘অগ্নিকাণ্ড’ ঘটালো আয়াক্স সমর্থকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৩ এএম, ২২ মার্চ ২০২২
আনন্দ করতে গিয়ে গ্যালারিতে ‘অগ্নিকাণ্ড’ ঘটালো আয়াক্স সমর্থকরা

প্রিয় দলের সমর্থন করতে গিয়ে সমর্থকরা নানা রকম অদ্ভূতুড়ে কাণ্ডকারখানা করে বসে। অন্য সবার মতো নিজ দলের সাফল্যে আনন্দ প্রকাশ করতে গিয়েছিল নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের সমর্থকরাও। তবে আনন্দের অতিশায্য তারা ঘটিয়ে বসে দুর্ঘটনা। তাতে আগুন লেগে যায় গ্যালারির একটা অংশে।

ডাচ লিগে ফেইনুর্ডের বিরুদ্ধে ডার্বি ম্যাচের আগে আয়াক্স ভক্তরা তাদের দলের প্রতি সমর্থন জানাতে শিখা জ্বালিয়েছিল। তখনই ঘটে যায় বিপত্তি। অসাবধানতাবশত, সেখান থেকে আমস্টারডামের জোহান ক্রুইফ এরিনার স্ট্যান্ডে আগুন লেগে যায়। তাতে একটি ব্যানার পুঁড়ে যায়।

গ্যালারির সামনের জায়গাটিতে আগুন লেগেছে। যেখানে আমস্টারডাম ক্যাজুয়ালস ও এফ-সাইউ নামের অ্যাজাক্স আল্ট্রার দুটি দল মিলে আয়াক্সকে সমর্থন দিয়েছিল। আগুনে কোনো ক্ষতি না হলেও ঘন কালো ধোঁয়া ভক্তদের একটি বড় অংশকে শ্বাসকষ্টের সমস্যায় ফেলেছিল।

আগুন লাগার ব্যাপারে আয়াক্সের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়। কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে তাতে বলা হয়, ‘ব্যানারের ফ্যাব্রিকটি অগ্নিরোধী উপাদান দিয়ে তৈরি। ক্লাবের কর্মী ও ভক্তদের প্রচেষ্টার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

এই অপ্রীতিকর ঘটনার মাঝেও ভক্তদের নিরাশ করেনি আয়াক্স। মাঠের লড়াইয়ে তারা ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে ফেইনুর্ডকে। ম্যাচশেষে স্বাগতিকদের আনন্দের দৃশ্য ছিল দেখার মতো।

এই ম্যাচে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তাতে ফেইনুর্ড পিছিয়ে পড়েও দুইবার লিড নিয়ে সমতায় ফিরে এসেছিল। কিন্তু ম্যাচের ৮৬তম মিনিটে গোল করে আয়াক্স সমর্থকদের উল্লাসে ভাসিয়ে দলকে জয় এনে দেন অ্যান্টোনি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

জোহান ক্রুইফের স্মরণে স্টেডিয়াম বানালো বার্সেলোনা

জোহান ক্রুইফের স্মরণে স্টেডিয়াম বানালো বার্সেলোনা

জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করবেন না দিবালা

জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করবেন না দিবালা

নেইমারের সম্ভাব্য গন্তব্য ইংলিশ ক্লাব নিউক্যাসল!

নেইমারের সম্ভাব্য গন্তব্য ইংলিশ ক্লাব নিউক্যাসল!

রিয়ালের প্রতি ‘সম্মান’ দেখিয়ে বার্সেলোনায় খেলবেন না ভালভার্দে

রিয়ালের প্রতি ‘সম্মান’ দেখিয়ে বার্সেলোনায় খেলবেন না ভালভার্দে