জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করবেন না দিবালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২২ মার্চ ২০২২
জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করবেন না দিবালা

ইউরোপের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে সবচেয়ে বড় চমক নিয়ে আসতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সাথে আর চুক্তি নবায়ন করবেন না তিনি। সে হিসেবে জুন মাস থেকেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন। যে কেউ চাইলেই কিনতে পারবে তাকে।

চলতি মৌসুমের শুরুতে অবশ্য শোনা গিয়েছিল, দিবালা এবং জুভেন্টাসের মধ্যে নতুন একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। তবে সেটা গুঞ্জন পর্যন্তই। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সাথে চুক্তিই করেনি তারা।

মূলত দিবালার জায়গায় জুভেন্টাস নতুন কাউকে খুঁজছে। দিবালার বদলি হিসাবে তাদের পছন্দের তালিকায় আছেন ফিওরেন্টিনায় খেলা দুসান ভ্লাহোভিচ। জুভেন্টাস দিবালাকে সাফ জানিয়ে দিয়েছিল, আগের চুক্তি থেকে এক কানাকড়িও বাড়ানো হবে না বেতন।

তখন থেকেই দুই পক্ষের মাঝে টানপোড়েন শুরু। সোমবার (২১ মার্চ) একটি পথ খুঁজে বের করার দিবালার এজেন্টের সাথে আলোচনায় বসেছিল জুভেন্টাস। তবে সেই আলোচনায় ফলপ্রসূ কিছুই হয়নি।

দিবালার সঙ্গে জুভেন্টাসের প্রাথমিক চুক্তিটি ছিল প্রতি বছর আট মিলিয়ন ইউরোর বেস বেতনের। পারফরম্যান্সের উপর ভিত্তি করে আরও দুই মিলিয়ন ইউরো বাড়ানোর কথা ছিল। তবে জুভেন্টাস কথা রাখেনি।

আর্জেন্টাইন তারকার কাছে তাদের সর্বশেষ প্রস্তাবটি ছিল প্রতি বছর সাত মিলিয়ন ইউরো বেতনের। তবে সেটা মাত্র তিন বছরের জন্য। এই বেতন দিবালার চাহিদার চেয়ে বেশ কম ছিল। এখনো হাতে তিনমাস সময় আছে। তারপর জানা যাবে কোথায় যাচ্ছেন দিবালা।

শোনা যাচ্ছে দিবালার পরবর্তী গন্তন্য হতে পারে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। আবার ইংল্যান্ডে যাবার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। অতীতে টটেনহ্যাম হটস্পার এবং ম্যানচেস্টার ইউনাইটেড উভয়েই তাকে সই করার চেষ্টা করেছিল।

২০১৫ সালে ইতালিয়ায়ন ক্লাব জুভেন্টাসে গিয়েছিলেন দিবালা। জুভদের হয়ে কাটিয়ে দিতে চলছেন ৭ বছর। এই সময়ে ইতালিয়ান ক্লাবটির হয়ে ২০২টি ম্যাচ খেলে ৮০টি গোল করেছেন আর্জেন্টাইন তারকা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

অবহেলিত হওয়ার ‘ভয়ে’ বার্সেলোনায় যাননি বুফন

অবহেলিত হওয়ার ‘ভয়ে’ বার্সেলোনায় যাননি বুফন

রোনালদোকে অনিরাপদ ও স্বার্থপর মনে হয়েছিল : সামি খেদিরা

রোনালদোকে অনিরাপদ ও স্বার্থপর মনে হয়েছিল : সামি খেদিরা

রেফারিকে ‘গুপ্তচর’ বলে নিষিদ্ধ হোসে মরিনহো!

রেফারিকে ‘গুপ্তচর’ বলে নিষিদ্ধ হোসে মরিনহো!

ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে রোনালদোর ছেলে

ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে রোনালদোর ছেলে