এল ক্ল্যাসিকো হারের দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন আনচেলত্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ পিএম, ২১ মার্চ ২০২২
এল ক্ল্যাসিকো হারের দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন আনচেলত্তি

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো ব্যার্নাব্যুতে বড় ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ হারের পর দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন রিয়াল বস আনচেলত্তি। জানিয়েছেন কোচ হিসেবে তিন ভুল করেছেন বলেই হেরেছে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরে যাওয়ায় স্বভাবতই হতাশ রিয়াল কোচ। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দায়ভার নিজের বলেই জানিয়েছেন তিনি।

আনচেলত্তির ভাষ্যমতে, ‘আমরা ঠিকমতো খেলতে পারনি না। সবকিছুই ভুল ছিল। আমাদেরকে এটা ভুলে সামনে এগিয়ে যেতে হবে। আমরা পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছি। আমি কোচ, আমি ভুল করেছি বলেই দল হেরেছে।’

সমর্থকদের আস্থার প্রতিদান দিতে না পারায় নিজেও হতাশ এই ইতালিয়ান। এ বিষয়ে আনচেলত্তি বলেন, ‘এটা ক্ল্যাসিকো। এখানে হার মেনে নেওয়া কঠিন। আমরা হেরেছে তবে আমাদের সামনে সুযোগ আছে। আমাদের শান্ত থেকে এগিয়ে যেতে হবে।’

চলতি মৌসুমে লা লিগায় এটি রিয়ালের তৃতীয় হার। আর ঘরের মাঠে মৌসুমে প্রথমবারে মতো হারলো রিয়াল মাদ্রিদ। তবে এই হার ভুলে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই পরের ম্যাচগুলো খেলতে চান আনচেলত্তি।

রোববার (২১ মার্চ) রাতে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো ব্যার্নাব্যুতে বার্সেলোনাকে আতিথ্য দেয়। এই ম্যাচে ইনজুরির কারণে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে মাঠে নামতে পারেননি তারকা ফুটবলার করিম বেনজেমা। তার অভাব বেশ ভালোভাবেই ভুগিয়েছে গ্যালাক্টিকোসদের।

দ্রুতই ইনজুরি থেকে ফিরে বেনজেমা নিজের ঝলক দেখাবেন বলে আত্মবিশ্বাসী কোচ আনচেলত্তি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আশা করি ফুটবলাররা দ্রুতই ইনজুরি থেকে সুস্থ হবে। আর আমরা আমাদের সেরা ছন্দে ফিরতে পারবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল রিয়াল

বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল রিয়াল

কোয়ার্টার ফাইনালে চেলসির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ

কোয়ার্টার ফাইনালে চেলসির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ

রিয়ালের প্রতি ‘সম্মান’ দেখিয়ে বার্সেলোনায় খেলবেন না ভালভার্দে

রিয়ালের প্রতি ‘সম্মান’ দেখিয়ে বার্সেলোনায় খেলবেন না ভালভার্দে

ইউক্রেনের সাহায্যার্থে মিলিয়ন ইউরো দিলো রিয়াল মাদ্রিদ

ইউক্রেনের সাহায্যার্থে মিলিয়ন ইউরো দিলো রিয়াল মাদ্রিদ