ফুটবলে আবারও দেখা দিয়েছে বর্ণবাদের কালো থাবা। মাঝে বেশ কিছুদিন বর্ণবাদ নিয়ে কোনো কথা না হলেও আবারও কথা উঠেছে। এবার অভিযোগ উঠেছে ইতালিয়ান লিগ সিরি- ‘এ’ তে। এসি মিলান এবং কাগলিয়ারির ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন মিলানের দুই ফুটবলার। বিষয়টি নিয়ে তদন্ত করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
শনিবার (১৯ মার্চ) প্রতিপক্ষ কাগলিয়ারির মাঠে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে এসি মিলান। সেই ম্যাচে বর্ণবাদের স্বীকার হন মিলানের দুই ফুটবলার মাইক ম্যাইগনান এবং ফিয়াকো তোমোরি।
কাগলিয়ারির বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলের জয় পায় এসি মিলান। এই ম্যাচ চলাকালীন গোলপোস্টে থাকা গোলরক্ষক ম্যাইগনান এবং মাঠে থাকা ডিফেন্ডার ফিয়াকো তোমোরিকে বারবার বর্ণবাদী স্লোগানে উত্যক্ত করেন কাগলিয়ারির সমর্থকরা।
ম্যাচ শেষেই এই নিয়ে অভিযোগ তোলেন মিলান কোচ স্টেফিনো পিওলি। তিনি বলেন, ‘ম্যাইগনান বলেছে সে বর্ণবাদের স্বীকার হয়েছে। এই রকম কোনো কিছু কেউ আশা করে না।’
তিনি আরও বলেন, ‘ম্যাইগনান বলেছে এটা ঠিক হয়নি। এছাড়াও তোমারিও আমার কাছে একই ধরনের কথা বলেছে।’
কাগিলিয়ারির মাঠে প্রতিপক্ষে ফুটবলারদের বর্ণবাদে স্বীকার হওয়ার ব্যাপারটি নতুন নয়। এর আগে জুভেন্টাসের দুই ফুটবলার ব্লেসি মাতৌদি এবং ময়েস কিন একই ঘটনার সম্মুখীন হয়েছিলেন।
ইতালিয়ান গণমাধ্যমে রোববারের (২০ মার্চ) খবর, ক্যাগলিয়ারির এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর