টান টান উত্তেজনার সুপার ক্লাসিকোতে রিভারপ্লেটকে হারালো বোকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ এএম, ২১ মার্চ ২০২২
টান টান উত্তেজনার সুপার ক্লাসিকোতে রিভারপ্লেটকে হারালো বোকা

স্পেনের এল ক্লাসিকো, ম্যানচেস্টার কিংবা মিলান ডার্বির মতো অতোটা হাকডাক নেই। তবে আর্জেন্টিনা প্রিমিয়ার লিগে বোকা জুনিয়র্স এবং রিভারপ্লেটের লড়াইটা জমজমাট সেই আদিকাল থেকেই। এই দুই দলের লড়াই মানেই বারুদ ঠাসা উত্তাপ। সেই উত্তাপের সুপার ক্লাসিকোতে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে রিভারপ্লেটকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে বোকা।

বাংলাদেশ সময় সোমবার (২১ মার্চ) রাতে রিভারপ্লেটের ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের সাত মিনিটেই সুযোগ পেয়েছিল রিভারপ্লেট। তবে পোস্টের বা দিক দিয়ে বাইরে মেরে সুযোগ নষ্ট করেন জুনলিয়ায় আলভারেজ।

২০তম মিনিতে সুযোগ পেয়েছিল বোকাও। তবে কাজে লাগাতে পারলো না। ২৪ মিনিটে বল নিয়ে বোকার গোলপোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন এসকুয়েল বারকো। তার শট প্রতিহত করে দেন বোকা গোলরক্ষক রসি। ৩০ মিনিটে আবারও দলকে রক্ষা করেন রসি!

বিরতির আগে টানটান উত্তেজনা ছড়ালেও জালে বল রাখতে পারেনি কোনো দলই। বিরতির পর ৪৯ মিনিটে সহজ সুযোগ পেয়েও আরেকবার মিস করে বোকা। সহজ সুযোগে গোল করতে ব্যর্থ হন সেবাস্তিয়ান ভিলা। তবে এর মিনিট পাঁচেক পরেই দলকে এগিয়ে নেন সেই ভিলা।

রিভারপ্লেটের লিয়েন্দ্রো গনজালেজ পিরেজের ভুলে বল পেয়ে যান কলম্বিয়ান তারকা। সহজ সুযোগ পেয়ে আরমানিকে পরাস্ত করতে একটুও সমস্যা হয় নি তার। এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার সাবেক ক্লাব।

ম্যাচের বাকি সময় বেশ কয়েকটি যুযোগ পেয়েছিল দুই দলই। এর মধ্যে ম্যাচের ৭২ মিনিটের দুইটা সহজ সুযোগ পেয়েও সমতায় ফিরতে পেরেনি রিভারপ্লেট। প্রতিবারই রিভারপ্লেটের খেলোয়াড়দের হতাশ করেছেন বোকার গোলরক্ষক রসি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বোকা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনা দলে মেসি, নেই নিয়মিত সাত খেলোয়াড়

আর্জেন্টিনা দলে মেসি, নেই নিয়মিত সাত খেলোয়াড়

আর্জেন্টিনার হয়ে খেললেই মেসির নামে বানাতে হয় ৩শ’ জার্সি!

আর্জেন্টিনার হয়ে খেললেই মেসির নামে বানাতে হয় ৩শ’ জার্সি!

মেসির সাথে নিজের মিল খুঁজে পান টেন্ডুলকার

মেসির সাথে নিজের মিল খুঁজে পান টেন্ডুলকার

নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার চার খেলোয়াড়, ব্রাজিলের জরিমানা

নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার চার খেলোয়াড়, ব্রাজিলের জরিমানা