নেইমারের সম্ভাব্য গন্তব্য ইংলিশ ক্লাব নিউক্যাসল!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২০ মার্চ ২০২২
নেইমারের সম্ভাব্য গন্তব্য ইংলিশ ক্লাব নিউক্যাসল!

বেশ কিছুদিন আগে গুঞ্জন উঠেছে নেইমারকে আর দলে রাখতে চাচ্ছে না প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। এ সময় নেইমারের গন্তব্য কি হবে, তা নিয়ে শোনা যাচ্ছে নানা ধরনের গুঞ্জন। সেই তালিকায় আছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের নামও।

চলতি ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নেয় পিএসজি। এর জেরে নিজেদের ঘরের মাঠে দুয়োধ্বনি শুনেছেন নেইমার। এরপরেই শোনা যায় নেইমারকে নিজেদের ডেরায় রাখতে ইচ্ছুক না পিএসজি।

গণমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই নেইমারকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। চলতি মৌসুমেই সৌদি আরবের পাবলিক ইনভেস্ট ফান্ড ক্লাবটিকে কিনে নিয়েছে। এরপরেই ক্লাবকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা করছে। এ কারণেই নেইমারকে দলে ভেড়াতে চায় তারা।

বৃটিশ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, চলতি ২০২১-২২ মৌসুমের শেষে নেইমারকে নিজেদের দলে আনার জন্য পিএসজির কাছে প্রস্তাব পাঠাবে নিউক্যাসল। তবে তাকে দলে নিতে কি পরিমান অর্থ খরচ করতে রাজি সে বিষয়ে এখনও কিছু জানায়নি ক্লাবটি।

২০১৭ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর থেকেই তাকে ঘিরেই চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নে বিভোর হয়ে উঠে পিএসজির সমর্থকরা। তবে মৌসুমের পর মৌসুম পেরিয়ে গেলেও সেই অধরা চ্যাম্পিয়নস লিগ পিএসজির ট্রফি কেসে শোভা পায়নি।

এ কারণেই মূলত নেইমারকে বিক্রি করে দিতে আগ্রহী পিএসজি। এদিকে ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সাথে চুক্তিবদ্ধ আছেন নেইমার। এ সময় পিএসজির কাছে প্রতি সপ্তাহে ৫ লাখ ইউরো বেতন পাচ্ছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমার-মেসিকে ‘দুয়ো দেওয়ায়’ হতাশ পচেত্তিনো

নেইমার-মেসিকে ‘দুয়ো দেওয়ায়’ হতাশ পচেত্তিনো

মাঠেই ‘দুয়ো শুনলেন’ মেসি-নেইমার

মাঠেই ‘দুয়ো শুনলেন’ মেসি-নেইমার

রেফারিকে ‘শাসিয়ে’ কাঠগড়ায় পিএসজির মালিক

রেফারিকে ‘শাসিয়ে’ কাঠগড়ায় পিএসজির মালিক

ক্রিপ্টোকারেন্সিতেও পিএসজিকে লাভের মুখ দেখাচ্ছেন মেসি

ক্রিপ্টোকারেন্সিতেও পিএসজিকে লাভের মুখ দেখাচ্ছেন মেসি