মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা : জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২০ মার্চ ২০২২
মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা : জাভি

বার্সেলোনার আর্থিক সমস্যার কারণে চলতি ২০২১-২২ মৌসুমের শুরুতেই ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নতুন ক্লাবে যোগ দিয়ে নিজেকে এখনও মেলে ধরতে পারেননি মেসি। এরই মধ্যেই গুঞ্জন উঠেছে আবারও বার্সেলোনায় ফিরতে পারেন। এ সময় কাতালান কোচ জাভি হার্নান্দেজ জানালেন মেসির জন্য সবসময়ই বার্সেলোনার দরজা খোলা।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ ব্যবধানে হেরে বাদ পড়েছে পিএসজি। এরপরেই লিগ ওয়ানের ম্যাচ নিজ মাঠে দর্শকদের কাছ থেকে দুয়োধ্বনি শুনেছেন লিওনেল মেসি। এরপর থেকেই বার্সেলোনায় মেসির ফেরার বিষয়টি অনেক বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে।

রোববার (২০ মার্চ) রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে মেসির জন্য বার্সেলোনার দরজা সবসময়ই খোলা বলে জানিয়েছেন জাভি।

তিনি বলেন, ‘মেসি বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়। সেই এখানে ইতিহাস তৈরি করেছে। তার জন্য ক্লাবের দরজা সবসময়ই খোলা।’

বার্সেলোনা ছেড়ে যাওয়ার সময়ই লিওনেল মেসি জানিয়েছেন, সুযোগ পেলে কাতালান ক্লাবটিতে ফিরতে চান তিনি। তবে কিভাবে বা কোন ভূমিকায় ক্লাবে ফিরতে চান সেই বিষয়টি কখনই খোলাসা করেননি মেসি।

চলতি মৌসুমের শুরুতে বেশ কঠিন সময় পার করেছে বার্সেলোনা। এ কারনে দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রোন্যাল্ড কোম্যানকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন জাভি হার্নান্দেজ। এরপরেই মেসির দলের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল।

তবে মেসির বার্সেলোনায় ফেরার বিষয়ে এখনও কোনো ধরনের কথা বার্তা হয়নি বলেও জানিয়েছেন। তবে তার সাথে কথা বলতে আগ্রহী হয়ে আছেন বলেও জানান জাভি।

এ বিষয়ে জাভির ভাষ্য, ‘কোচ হিসেবে আমি যেকোনো দিনই মেসিকে পেতে চাই। তাকে যথাযথ সম্মান দিতে চাই। এটা তার প্রাপ্য। তবে সে এখন পিএসজির সাথে চুক্তিবদ্ধ, বর্তমানে তার এখানে আসার সুযোগ কম।’

লা লিগায় ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরিতে বেনজেমা, খেলবেন না এল ক্ল্যাসিকো

ইনজুরিতে বেনজেমা, খেলবেন না এল ক্ল্যাসিকো

পিএসজিতে ‘উপভোগ’ করছেন না মেসি : দানি আলভেজ

পিএসজিতে ‘উপভোগ’ করছেন না মেসি : দানি আলভেজ

বদলে যাচ্ছে বার্সেলোনার ৬৫ বছরের ইতিহাস

বদলে যাচ্ছে বার্সেলোনার ৬৫ বছরের ইতিহাস

দল-বদলে বার্সেলোনার খরচসীমা ‘১৪৪ মিলিয়ন’ ইউরো

দল-বদলে বার্সেলোনার খরচসীমা ‘১৪৪ মিলিয়ন’ ইউরো