সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে ছিলেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ফর্মে থাকলেও রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্ল্যাসিকোতে মাঠে নামতে পারবেন না তিনি। মায়োর্কার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ায় এল ক্ল্যাসিকো থেকে ছিটকে গেছেন এই স্ট্রাইকার।
রোববার (২০ মার্চ) রাতে নিজেদের ঘরের মাঠে বার্সেলোনাকে আতিথ্য দিবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগেই বেনজেমাকে না পাওয়ার দুঃসংবাদ পেল কার্লো আনচেলত্তির দল।
মায়োর্কার বিপক্ষে ম্যাচের শেষদিকে ইনজুরিতে পড়েন করিম বেনজেমা। এরপরে কোচ কার্লো আনচেলত্তি জানান, বেনজেমার চোট নিয়ে শঙ্কিত নন। আরও জানিয়েছিলেন, এই ফরাসি স্ট্রাইকারকে এল ক্ল্যাসিকোতে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। তবে শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। এল ক্ল্যাসিকোতে মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে।
বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে করিম বেনজেমাকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘সে (বেনজেমা) এখনও ব্যথা অনুভব করছে। বার্সেলোনার বিপক্ষে সে মাঠে নামবে না।’
গুরুতর ইনজুরি না হলেও ব্যাথা থাকায় তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ কোচ আনচেলত্তি। এ বিষয়ে আনচেলত্তির ভাষ্য, ‘এটা ছোট ইনজুরি। তবে এই ইনজুরিই তাকে মাঠের বাইরে রেখেছে।’
করিম বেনজেমা না থাকায় ভিনিয়াস জুনিয়র আর মার্কো অ্যাসেনসিওর উপর ভরসা রাখতে চাচ্ছেন কোচ আনচেলত্তি। শেষ পর্যন্ত এই দুইজনের যে কেউ মাঠে নামবেন বেনজেমার জায়গায়।
ইনজুরির কারণে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ মিসের পাশাপাশি জাতীয় দলের হয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন বেনজেমা। তার বদলি হিসেবে ফ্রান্স দলে ডাক পেয়েছেন এসি মিলান তারকা অলিভার জিরুড। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর