এফএ কাপের সেমিফাইনালে চেলসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ এএম, ২০ মার্চ ২০২২
এফএ কাপের সেমিফাইনালে চেলসি

রাজনৈতিক কারণে ইংলিশ জায়ান্ট চেলসির ভাগ্য দোলাচলে। চেলসির মালিক রোমান আব্রাহামোভিচ দ্বন্দ্ব থেকে ক্লাবকে দূরে রাখতে বিক্রির ঘোষণাও দিয়ে দিয়েছেন। তবে এসব কিছুই প্রভাব ফেলতে পারছে না চেলসির পথচলায়। জয়ের ধারায় রয়েছে টমাস টুখেলের দল।

এবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে মিডলসব্রোকে ২-০ গোলের পরিষ্কার ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে গেছে ব্লুজরা। বাংলাদেশ সময় রোববার (২০ মার্চ) মিডলসব্রোর ঘরের মাঠ রিভারসাইড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। তাতে রোমেলু লুকাকু ও হাকিম জিয়াছের গোলে অনায়াসে সহজ জয় তুলে নিয়েছে চেলসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ধারা অব্যাহত রাখে চেলসি। তাতে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় তারা। ম্যাসন মাউন্ট ক্রস ফেলেছিলেন বক্সের ভিতর। সেই ক্রস দখলে নিয়ে ছয় গজ দূর থেকে নিখুত লক্ষ্যভেদ করেন লুকাকু। চেলসির হয়ে এই মৌসুমে এটা লুকাকুর ১২তম গোল।

১৯ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েও দুর্বল শট নেন থিয়াগো সিলভা। অবশ্য এর ১৩ মিনিট পরই চেলসি সমর্থকদের উল্লাসে ভাসান হাকিম জিয়াছ। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন হাকিম জিয়াছ। নিচু হয়ে সেই শট আশ্রয় নেয় জালে। চেলসি এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে কয়েকটি আক্রমণ শানালেও একই অবস্থা বজায় রইলো। তাতে ২-০ গোলের জয় নিয়ে সেমির পথে পা বাড়ায় টুখেলের দল। এই জয়ে রিয়ালকে একটা হুমকিই দিয়ে রাখলো চেলসি। সামনেই যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল।

সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ কে হবে তা জানা যাবে ১৬ ও ১৭ এপ্রিল। নটিংহাম ফরেস্ট ও লিভারপুলের মধ্যকার কোয়ার্টার ফাইনালের পর নির্ধারিত হবে সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

কোয়ার্টার ফাইনালে চেলসির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ

কোয়ার্টার ফাইনালে চেলসির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ

চেলসি কিনতে আগ্রহী ট্রাম্পের বন্ধু উডি জনসন

চেলসি কিনতে আগ্রহী ট্রাম্পের বন্ধু উডি জনসন

মৌসুমের বাকি অংশে চেলসির বরাদ্দ ‘১৩১ মিলিয়ন’ ইউরো

মৌসুমের বাকি অংশে চেলসির বরাদ্দ ‘১৩১ মিলিয়ন’ ইউরো

চেলসির দুঃসময়ের সুবিধা নিয়ে লুকাকুকে ফেরাতে চায় ইন্টার

চেলসির দুঃসময়ের সুবিধা নিয়ে লুকাকুকে ফেরাতে চায় ইন্টার