নারীদের সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারত ও বাংলাদেশ দুই দলই উড়িয়ে দিয়েছিল নেপালকে। দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হলো দুই দল। তাতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাংলাদেশের মেয়েদের ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারতের মেয়েরা।
শনিবার (১৯ মার্চ) ভারতের জামশেদপুরে টাটা একাডেমি মাঠে ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে সমানে সমান লড়েছে দুই দল। তবে গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধের গোলে কপাল পুড়েছে বাংলাদেশের।।
ম্যাচের ২৩ মিনিটের মাথায় প্রথম সুযোগটা পায় ভারত। ফরোয়ার্ড অনিতা কুমারির শট পোস্ট ঘেষে বেরিয়ে যায়। ২৭ মিনিটে বাংলাদেশকে গোল বঞ্চিত করেন ভারতের এক ডিফেন্ডার। ইতি খাতুনের শট গোললাইন থেকে ক্লিয়ার করেন তিনি।
প্রথমার্ধের বিরতির খানিক আগে বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন গোলরক্ষক রুপনা। ৩৮ ও ৪৩ মিনিটে সুজেস প্রিয়াঙ্কা ও অনিতার শট আটকে দেন রুপনা। প্রথম শট সহজে আটকাতে পারলেও দ্বিতীয়বার ভাগ্যের জোরে বেঁচে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের উপর একতরফা আক্রমণ করে যায় ভারত। তারই জেরে ম্যাচের জয় সূচক গোলটি করেন নিতু। ৬৪তম মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করতে চেয়েছিলেন রুপনা। তবে মিস করে ফেলেন লাইন। ফাঁকা পোস্ট পেয়ে লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি নিতু।
এরপর সময় যত গড়িয়েছে বাংলাদেশের হতাশা তত বেড়েছে। ৭২তম মিনিটে মিস করেন স্বপ্না রানী। ৮১ মিনিটের মাথায় গোলরক্ষককে একা পেয়েও ঠিকঠাক বল লক্ষ্য রাখতে পারেননি বাংলাদেশের শামসুন্নাহার। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় গোলাম রাব্বানি ছোটনের দলকে।
এই ম্যাচে হারলেও প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। তিন দলের এ প্রতিযোগিতায় ফিরতি লেগে ২৩ মার্চ নেপাল ও ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই আসরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হাসবে শেষ হাসি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি