লিলেকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছিল চেলসি। এদিকে প্যারিস সেন্ট জার্মেইনকে হারিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দু’দল।
ইউক্রেন যুদ্ধের কারণে মাঠের বাইরে বেশ বাজে সময় কাটাচ্ছে চেলসি। এরমধ্যেও মাঠে নিজেদের সেরা ছন্দটাই ধরে রেখেছে তারা। এবার কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে তাদের মুখোমুখি হয়ে রিয়াল মাদ্রিদের।
শুক্রবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। সেখানেই চেলসি তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে।
এখন পর্যন্ত ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে সবচেয়ে বেশি ১৩ বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। আর দুইবার শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব চেলসি। চ্যাম্পিয়নস লিগে নিজেদের সবগুলো শিরোপা এসেছে রোমান আব্রাহিমোভিচের মালিকানার সময়ের। এবার সেই রোমান আব্রাহিমোভিচই চেলসিকে বিক্রি করে দিতে প্রক্রিয়া চালাচ্ছেন।
সর্বশেষ ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল চেলসি। সেবার রিয়ালকে হারিয়েই ফাইনালে উঠেছিল চেলসি। এবার কোয়ার্টার ফাইনালেই প্রতিরোধের সুযোগ পাচ্ছে রিয়াল মাদ্রিদ।
চেলসি-রিয়াল মাদ্রিদ ছাড়াও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি, ভিলারিয়াল, বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো মাদ্রিদ, বেনফিকা এবং লিভারপুল।
চেলসি-রিয়াল ম্যাচ ছাড়াও কোয়ার্টার ফাইনালের বাকি তিন ম্যাচের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-অ্যাথলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ-ভিলারিয়াল এবং বেনফিকা-লিভারপুল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর