হ্যাজার্ডে চোখ রাখছে আর্সেনাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১৭ মার্চ ২০২২
হ্যাজার্ডে চোখ রাখছে আর্সেনাল

এডেন হ্যাজার্ড কি রিয়াল মাদ্রিদে থাকবেন? এই প্রশ্ন কিছু দিন পর পরই শোনা যায় ইউরোপিয়ান ফুটবলে। কারণ দল-বদলের মৌসুম শুরু হলেই শোনা যায় রিয়াল মাদ্রিদ ছাড়তে চান এডেন হ্যাজার্ড। হ্যাজার্ডের দল বদলের এই সুযোগ নিতে চায় ইংলিশ ক্লাব আর্সেনাল। এমনটাই জানিয়েছে, ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যম।

২০১৯ সালে গ্রীষ্মকালীন দল-বদলে বিপুল অঙ্কের ট্রান্সফার বিনিময়ে ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এডেন হ্যাজার্ড। তবে চেলসিতে থাকা সেই ফর্ম নিজের সাথে টেনে আনতে পারেননি এই বেলজিয়ান স্ট্রাইকার। ফলাফল, রিয়ালে তিন মৌসুমে খেলেছেন মাত্র ৪০ ম্যাচ।

শুধু খারাপ ফর্ম নয়, রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক ইনজুরিতে ভুগছেন এই তারকা। এই কারণে রিয়াল মাদ্রিদও বেশ বিরক্ত হ্যাজার্ডের উপর। এ কারণেই রিয়াল মাদ্রিদ ছেড়ে আবারও ইংল্যান্ড ফিরতে মরিয়া হয়ে আছেন তিনি।

এডেন হ্যাজার্ডকে কেনার সেই সুযোগ মিস করতে চান না আর্সেনাল কোচ মিকেল আর্টেটা। তিনি চান আর্সেনালে যোগ দিক হ্যাজার্ড। তার মতে, নিজেকে বিশ্বসেরা প্রমাণ করতে হলে ইংলিশ প্রিমিয়ার লিগই হ্যাজার্ডের জন্য যোগ্য জায়গা।

২০১৮ সালে আর্সেনালের দায়িত্ব ছাড়েন ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গার। এরপর উনাই এমেরির হাত হয়ে আর্সেনালের দায়িত্ব উঠে মিকেল আর্টেটার হাতে। তখন থেকেই ভালোই সাফল্য পাচ্ছেন আর্সেনাল। সেই সাফল্যকে আরও বাড়িয়ে নিতে এখন হ্যাজার্ডের দিকে নজর দিয়েছেন তিনি। 

ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যেই খবর প্রকাশ করেছে, হ্যাজার্ডের সাথে আলোচনা এগিয়ে রেখেছে আর্সেনাল। এমনকি রিয়ালের সাথে চুক্তির ব্যাপারে প্রায় ঐক্যমতে পৌঁছেছে ক্লাবটি।

চেলসি থেকে রিয়ালের যাওয়ার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন এডিন হ্যাজার্ড। ফর্ম আর ইনজুরি তাকে নিজের সেরাটা দিতে দেয়নি। এমন অবস্থায় তার নতুন ক্লাব খুঁজে নেওয়াটা মোটেও বিস্ময়কর নয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বিনামূল্যে আর্সেনাল থেকে বার্সেলোনায় আবেমেয়াং

বিনামূল্যে আর্সেনাল থেকে বার্সেলোনায় আবেমেয়াং

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, বরখাস্ত সাবেক বার্সা তারকা

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, বরখাস্ত সাবেক বার্সা তারকা

রিয়াল ছাড়তে চান এডেন হ্যাজার্ড

রিয়াল ছাড়তে চান এডেন হ্যাজার্ড

ইউক্রেনের সাহায্যার্থে মিলিয়ন ইউরো দিলো রিয়াল মাদ্রিদ

ইউক্রেনের সাহায্যার্থে মিলিয়ন ইউরো দিলো রিয়াল মাদ্রিদ