চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে অনায়াসে জিতেছিল ইংলিশ ক্লাব চেলসি। এবার দ্বিতীয় লেগেও লিলকে ২-১ গোলের পরাজয় উপহার দিলো টমাস টুখেলের দল। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয়ে ‘হেসেখেলে’ কোয়ার্টার ফাইনালে পৌছে গেছে ইংলিশ জায়ান্টরা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে ম্যাচের শুরুতে অবশ্য নিজেদের চেনা ছন্দে ছিল না চেলসি। প্রথমার্ধে খুঁজেই পাওয়া যাচ্ছিল না টমাস টুখেলের শিষ্যদের। উল্টো ম্যাচের ৩৮ মিনিটে গোল হজম করে বসে ব্লুজরা।
চেলসির ডি-বক্সে হাতে বল লাগিয়ে ফেলেন জর্জিনিয়ো। মূল রেফারি সাহায্য নেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর)। তাতে পেনাল্টি পায় লিলে। সফল স্পট-কিকে দলকে এগিয়ে নেন তুর্কির ফরোয়ার্ড বুরাক ইলমাজ।
এই গোলের মধ্য দিয়ে অবশ্য একটা রেকর্ড গড়ে ফেলেছেন ইলমাজ। সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গোল করা তৃতীয় খেলোয়াড় তিনি। তার আগে এই রেকর্ডে ভাগ ছিল পাওলো মালদিনি ও ম্যানইউ তারকা রায়ান গিগসের।
গোল খেয়ে শোধ করতে মরিয়া হয়ে ওঠে চেলসি। তাতে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে দলকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিক। জর্জিনিয়োর থ্রু ধরে গোলটি করেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার। লিলেকে হারানো প্রথম লেগেও একটি গোল করেছিলেন পুলিসিক।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য খেলতে থাকে। তাতে ৬৪তম মিনিটে সুযোগ পেয়েছিল লিল। তবে পর্তুগিজ মিডফিল্ডার শেকার দুর্দান্ত হেড জালের বদলে খুঁজে নেয় পোষ্টের বার! এর সাত মিনিট পরই এগিয়ে যায় চেলসি।
ম্যাচের ৭১তম মিনিটে মাঠের বাঁ দিক দিয়ে এসে গোলপোস্টে বল ফেলেন ম্যাসন মাউন্ট। তার বলে ধরে ভলিতে জাল খুঁজে নেন সেসার আসপিলিকুয়েতা। আর তাতেই ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।
রাতের অন্য ম্যাচে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে এগিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।
স্পোর্টসমেইল২৪/এএইচবি