ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের কারণে ইংলিশ ক্লাব চেলসিকে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন রুশ ব্যবসায়ী রোমান আব্রামোভিচ। কে কিনবেন চেলসি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সারা বিশ্বে। এরই মধ্যেই শোনা গেল নতুন এক নাম। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু উডি জনসন কিনতে চান চেলসিকে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু উডি জনসন ২০২১ সাল পর্যন্ত যুক্তরাজ্যে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের পর তারও বিদায় ঘটেছে সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে। অবশ্য আগে থেকেই খেলাধুলা জগতে পরিচিত তিনি।
শুধু রাষ্ট্রদূত নয়, ব্যবসায়ী হিসেবেও পরিচিতি আছে তার। মার্কিন কোম্পানি জনসনের মালিকও তিনি। শুধু ব্যবসা নয়, খেলাধুলার সাথেও বেশ আগে থেকেই জড়িত উডি জনসন। মার্কিন ক্লাব নিউইয়র্ক জেটের মালিকও তিনি। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ বিলিয়ন ডলার।
ইংলিশ ক্লাব চেলসিকে কিনতে চাইলেও অন্য সব প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক কম দামে ক্লাবটিকে চান জনসন। চেলসিকে কেনার জন্য ২ বিলিয়ন পাউন্ড খরচ করতে চান তিনি।
এদিকে উডি জনসন ছাড়াও চেলসিকে কেনার জন্য আগ্রহী হয়ে আছে সৌদি মিডিয়া গ্রুপ। তারা চেলসির জন্য বিড করেছে ২.৭ বিলিয়ন ডলার। এছাড়াও বৃটিশ ব্যবসায়ী নিক ক্যান্ডিও কিনতে চান চেলসিকে। তিনি কত অর্থ দিতে চান তা এখনও জানা যায়নি।
বিভিন্ন ইউরোপিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, সৌদি মিডিয়া গ্রুপ বা নিক ক্যান্ডি নয়, চেলসিকে কেনার জন্য সবচেয়ে বেশি এগিয়ে আছেন উডি জনসনই। দেখা যাক, শেষ পর্যন্ত কে কিনে নেন চেলসিকে।
ইউক্রেনে চলমান রাশিয়ার আগ্রাসন শুরুর সময় রাজনৈতিকভাবে বেশ চাপে ছিলেন চেলসির বর্তমান মালিক রোমান আব্রাহিমোভিচ। এ কারণেই সে সময় ক্লাবটিকে বিক্রি করে দিতে চেয়েছিলেন এই রুশ ব্যবসায়ী। ক্লাবকে বিক্রি করার প্রক্রিয়া শেষ হওয়ার আগে অবশ্য তাকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। আর এতেই বন্ধ হয়েছে ক্লাবটির অর্থের যোগান। এরপরেই ক্লাবটিকে বিক্রি করতে উঠে পড়ে লেগেছেন রোমান আব্রামোভিচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর