ইউক্রেনে আগ্রাসনের কারণে সকল ধরনের ফুটবল নিষেধাজ্ঞার মুখে পড়েছিল রাশিয়া। উয়েফা এবং ফিফার দেওয়া এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছিল রাশিয়ান ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত উয়েফা এবং ফিফার দেওয়া রায়ই বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা।
এ নিষেধাজ্ঞার কারণে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ থেকে বাদ পড়েছে রাশিয়া। এছাড়াও নারীদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকেও বাদ পড়েছে রাশিয়ার নারী ফুটবল দল।
এরপরেই রাশিয়ান ফুটবল ফেডারেশন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল। শুধু তাই নয়, দাবি করেছিল বিশাল অঙ্কের ক্ষতিপূরণও। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত ফিফা এবং উয়েফার পক্ষেই রায় দিয়েছে।
ফিফার এই নিষেধাজ্ঞার আগে কাতার বিশ্বকাপে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় তিন দেশ। এরপরেই রাশিয়ার বিপক্ষে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।
শুধু এই নিষেধাজ্ঞাই নয়, ইউক্রেনের উপর আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার কাছ থেকে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজনের অধিকারও কেড়ে নেয় উয়েফা। এছাড়া ফুটবলের পাশাপাশি অন্যান্য অনেক খেলাতেই নিষিদ্ধ হয়েছে দেশটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর