রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে আট গোল করেছেন দলটির ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। সর্বশেষ ম্যাচে মায়োর্কার বিপক্ষে শেষ পাঁচ মিনিট ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। তবে এই ইনজুরির কারণে তাকে নিয়ে শঙ্কিত হন রিয়াল বস কার্লো আনচেলত্তি।
সোমবার (১৪ মার্চ) মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেই ইনজুরিতে পড়েন করিম বেনজেমা। তবে এ নিয়ে এখনই শঙ্কিত হতে চান না আনচেলত্তি। জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই হয়তো সুস্থ হয়ে উঠবেন বেনজেমা।
বেনজেমার বিষয়ে আনচেলত্তি বলেন, ‘ আগামী কয়েকদিন ওকে (বেনজেমা) পর্যবেক্ষণ করতে হবে। চোট খুব গুরুতর বলে মনে হচ্ছে না।’
লা লিগার পরবর্তী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী কোচ। বেনজেমা নয়, আক্রমণভাগের আরেক ফুটবলার রদ্রিগোকে নিয়ে শঙ্কায় রয়েছে রিয়াল মাদ্রিদ। তাকে এল ক্ল্যাসিকোতে তাকে পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
লা লিগায় এখন পর্যন্ত ২৮ ম্যাচে ২০ জয় এবং ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ১০ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে অবস্থান সেভিয়ার। আর এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন বার্সেলোনা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর