ফিফা আন্তর্জাতিক ম্যাচের উইন্ডোতে মালদ্বীপ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে চমক হিসেবে আছেন ডিফেন্ডার নাসিরুল ইসলাম। দল থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড সাদ উদ্দিন।
মঙ্গলবার (১৫ মার্চ) মালদ্বীপ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করে বাফুফে। এই স্কোয়াডে ছয় বছর পর দলে ফিরেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার নাসিরুল ইসলাম। এছাড়াও দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন একই ক্লাবের মারাজ হোসেন এবং বাংলাদেশ পুলিশ এফসির ঈসা ফয়সাল।
এদিকে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের নিয়মিত মুখ ফরোয়ার্ড সাদউদ্দিন। তাকে দলে রাখেননি নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
সর্বশেষ ২০১৬ সালে এশিয়ান কাপ প্রাক বাছাই পর্বে তাজিকিস্তানের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন নাসিরুল ইসলাম। এরপর জাতীয় দলে ডাক পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ছয় বছর।
চলতি বছরের ২৪ মার্চ মালেতে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। আর ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় দলের এই দুই ম্যাচকে সামনে রেখে ১৮ মার্চ নিজেদের ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। তিন দিনের প্রস্তুতি শেষে ২২ মার্চ মালদ্বীপের বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছাড়বে জামাল ভূঁইয়ারা।
বাংলাদেশ স্কোয়াড
গোলকিপার : আনিসুর রহমান জিকো, শহিদুল আলম ও আশরাফুল ইসলাম।
ডিফেন্ডার : তারিক কাজী, রিয়াদুল হাসান, টুটুল হোসেন, ঈসা ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, ইয়াছিন আরাফাত ও রায়হান হাসান।
মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, সোহেল রানা, বিপলু হোসেন, মাসুক মিয়া, আতিকুর রহমান, জুয়েল রানা, মারাজ হোসেন।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, রাকিব হোসেন, জাফর ইকবাল ও নাবিব নেওয়াজ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর