আগের ম্যাচেই রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। সেই ম্যাচে নিষ্প্রভ ছিলেন দলের বড় দুই তারকা লিওনেল মেসি এবং নেইমার। রিয়ালের বিপক্ষে ম্যাচের পরের লিগ ওয়ানে মাঠে নেমেছিল পিএসজি। আর এই ম্যাচেই ‘দুয়ো’ শুনেছেন এই দুই ল্যাটিন তারকা। ঘরের মাঠে সমর্থকদের এমন কান্ডে যারপরানাই হতাশ কোচ পচেত্তিনো।
রোববার (১৩ ফেব্রুয়ারি) নিজের ঘরের মাঠে বোর্দোর মুখোমুখি হয়েছিল পিএসজি। এই ম্যাচে স্বাগতিকরা ৩-০ ব্যবধানে জিতলেও পুরো ম্যাচে ‘দুয়োধ্বনি’ শুনেছেন নেইমার এবং মেসি। তাদের পায়ে বল গেলেই পুরো স্টেডিয়ামজুড়ে সমর্থকরা বাঁশি বাজিয়েছে এবং ‘দুয়ো’ দিয়েছে।
ম্যাচ শেষে সমর্থকদের এই আচরণের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন পিএসজি বস পচেত্তিনো। তিনি বলেন, ‘এটা অন্যায় হয়েছে। শুধু মেসি-নেইমার না, আমরা সবাই এই ‘দুয়ো’ শুনতে পারতাম। তারা দুইজন বিশ্বমানের ফুটবলার। তাদের জন্য এটা প্রাপ্য ছিল না।’
তিনি আরও বলেন, ‘আমরা মাঠে দল হিসেবে খেলি। জিতি কিংবা হারি, আমরা সবসময়ই একটা দল। আমরা তাদের হতাশা বুঝতে পারি। আমার মনে হয়, আমরা নিজেরাও বেশ হতাশ।’
Whistles for Messi and Neymar from the very upset PSG fans! Silence and respect for Mbappe! ????????
— beIN SPORTS USA (@beINSPORTSUSA) March 13, 2022
Catch PSG vs. Bordeaux live now on beIN SPORTS! #PSGFCGB ???????? #Ligue1 pic.twitter.com/uMTSynwctK
চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ায় এখন লিগ শিরোপার দিকে লক্ষ্য রাখতে চান পচেত্তিনো। তিনি বলেন, ‘যা হয়েছে, তা আর মাথায় রাখতে চাই না। এখন আমরা লিগ শিরোপার দিকে লক্ষ্য রাখতে চাই।’
চ্যাম্পিয়নস লিগে বাদ পড়ার পর কঠিন সময় পার করছে পিএসজি। এই সময়ের মধ্যেই নিজেদের পরবর্তী ম্যাচগুলোর দিকেই নজর রাখতে চান পিএসজি বস।
ফরাসি লিগ ওয়ানে ২৮ ম্যাচে ২০ জয় নিয়ে ৬৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা নিসের পয়েন্ট সমানসংখ্যক ম্যাচে ৫০। পয়েন্ট ব্যবধান ১৫ হওয়ায় লিগ শিরোপা মেসি-নেইমারদের হাতেই উঠছে তা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর