আর্জেন্টিনার হয়ে খেললেই মেসির নামে বানাতে হয় ৩শ’ জার্সি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৪ মার্চ ২০২২
আর্জেন্টিনার হয়ে খেললেই মেসির নামে বানাতে হয় ৩শ’ জার্সি!

একটা সময় ছিল যখন আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামলেই চিরচেনা মেসিকে খুঁজে পাওয়া যেত না। তুলনায় বার্সেলোনার নীল-মেরুনে ধ্রুপদী হয়ে উঠতেন ক্ষুদে জাদুকর। এ নিয়ে কম কথা শুনতে হয়নি সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে। তবে সব বদলে গেছে জাতীয় দলের হয়ে মেসির সাম্প্রতিক অর্জনে। এখন আর্জেন্টিনার হয়ে খেললেই মেসির নামে বানাতে হয় ৩শ’ জার্সি!

এমনই অবাক করা তথ্য জানিয়েছেন জাতীয় দলে মেসির সতীর্থ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এখন মেসি আর্জেন্টিনার হয়ে খেলার জন্য দলে যোগ দিলেই সবার আগ্রহ বেড়ে যায়। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে পিঠে মেসির নাম সম্বলিত ‘১০’ নাম্বার জার্সি।

সবার আগ্রহের কারণেই বেশ চাপ সামলাতে হয় আর্জেন্টিনার জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে। শুধু মেসির জন্য প্রতি ম্যাচেই ২০০-৩০০টি জার্সি বানাতে হয় আর্জেন্টিনার জার্সি প্রস্তুতকারকদের। কেননা সবারই আবদার, সে যেন মেসির একটি জার্সি পায়।

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজের মতে, মেসি যখন দুই ম্যাচের জন্য যখন জাতীয় দলে যোগ দেন, তখন ম্যাচপ্রতি ৩০০ করে গড়ে ৬৫০টি জার্সি বানাতে হয়। অনেক সময় এর চাহিদা নির্ধারিত সংখ্যাকেও ছাড়িয়ে যায়।

সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওতে মার্টিনেজ বলেন, ‘একদিন আমি তাদেরকে (জার্সি প্রস্তুতকারক) জিজ্ঞেস করলাম, প্রতি ম্যাচে মেসির জন্য কতটি জার্সি বানানো হয়? তারা জানালো, প্রায় ২০০ থেকে ৩০০টি জার্সি বানানো হয়। কারণ, যারা মেসির জার্সি চায় তাদের যেন দেওয়া যায়।’

মেসি নামটাই এখন সবার কাছে প্রিয় জানিয়ে মার্টিনেজ আরও বলেন, ‘আমাদের খেলা দুইটি আন্তর্জাতিক ম্যাচে তারা মেসির ৬৫০টি পরিধানযোগ্য জার্সি তৈরি করে রেখেছিল। স্পন্সর, খেলোয়াড়, স্টাফ, টেকনিশিয়ান - সবাই একটি করে জার্সি চায়। কারণ এটি তো মেসির জার্সি!’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠেই ‘দুয়ো শুনলেন’ মেসি-নেইমার

মাঠেই ‘দুয়ো শুনলেন’ মেসি-নেইমার

ব্যালন ডি'অরে নতুন নিয়ম, ভোট দিতে পারবে না বাংলাদেশ

ব্যালন ডি'অরে নতুন নিয়ম, ভোট দিতে পারবে না বাংলাদেশ

ক্রিপ্টোকারেন্সিতেও পিএসজিকে লাভের মুখ দেখাচ্ছেন মেসি

ক্রিপ্টোকারেন্সিতেও পিএসজিকে লাভের মুখ দেখাচ্ছেন মেসি

যুক্তরাষ্ট্রের বাজারে ‘মেসি বার্গার’

যুক্তরাষ্ট্রের বাজারে ‘মেসি বার্গার’