লিগ ওয়ানে ফিরেই জয়ের ধারায় পিএসজি, গোল পেলেন নেইমার-এমবাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৪ মার্চ ২০২২
লিগ ওয়ানে ফিরেই জয়ের ধারায় পিএসজি, গোল পেলেন নেইমার-এমবাপে

রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। হারের ক্ষতে কিছুটা প্রলেপ পড়লো লিগ ওয়ানে এসে। লিগ ওয়ানের ম্যাচ দিয়েই পুনরায় জয়ের ধারায় ফিরেছে ফরাসি জায়ান্টরা। নেইমার-এমবাপের গোলে বোর্দোকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

বাংলাদেশ সময় রোববার (১৩ মার্চ) রাতে ঘরের মাঠে ম্যাচের শুরুতেই অবশ্য পিএসজিকে বিপদে ফেলে দিয়েছিল বোর্দো। বক্সের বাইরে থেকেমাটি কামড়ানো শট নিয়েছিলেন রেমি ওদাঁ। কর্নারের বিনিময়ে পিএসজিকে রক্ষা করেন এই ম্যাচে দোন্নারুমার জায়গায় নামা কেইলার নাভাস।

গোলের জন্য পিএসজিকে অপেক্ষা করতে হয় ম্যাচের ২৩ মিনিট পর্যন্ত। জর্জিনিয়ো ভেইনালডামকে বল বাড়িয়েছিলেন মেসি।। ডাচ মিডফিল্ডার আবার বল তুলে দেন বক্সে থাকা এমবাপের দিকে। বুলেট শট নিয়েছিলেন ফরাসি তারকা। সেই শট গোলরক্ষকের পায়ে লেগে জড়িয়ে যায় জালে।

প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে নেমে বোর্দোর জালে আরও দুই গোল দেয় ফরাসি জায়ান্টরা। ৫২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। মেসির বাড়ানো পাস আশরাফ হাকিমি হয়ে পৌছে যায় নেইমারের পায়ে। ছয় গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের শেষ গোলটা আসে ৬১তম মিনিটে। ডি-বক্সের ভেতর এমবাপের পাসে বল পেয়েও আটকে যান নেইমার। তবে বল সম্পূর্ন ক্লিয়ার হয়নি। সুযোগ পেয়ে দুই ডিফেন্ডারকে এড়িয়ে বোর্দোর কফিনে শেষ পেরেকটি মারেন আর্জেন্টাইন মিডফিল্ডার পারদেস।

এই জয়ে ২৮ ম্যাচে ২০ জয় ও ৫ ড্র নিয়ে ৬৫ পয়েন্ট তালিকায় নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১৫ পয়েন্ট পিছিয়ে ৫০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নিস। ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আছে মার্সেই। তাদের সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করেছে রেনে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :