রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাস হয়ে পুরাতন শৈশবের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এখানে এসেই পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করে এই রেকর্ড গড়েন এই পর্তুগিজ তারকা।
শনিবার (১২ মার্চ) টটেনহ্যামের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচের ১২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন এই তারকা ফুটবলার। এ গোল করেই চেক প্রজাতন্ত্রের জোসেফ বাইকানের করা ৮০৫ গোলের রেকর্ড স্পর্শ করেন রোনালদো।
ম্যাচের ৩৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাইকানকে ছাড়িয়ে যান। আর ৮১তম মিনিটে গোল করে নিজের গোল সংখ্যা বাড়িয়ে নেন রোনালদোন।
বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে গোলের কোনো হিসাব রাখেনা। তবে অনানুষ্ঠানিক হিসাব মতে ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো।
ফিফার হিসাব অনুযায়ী ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ৮০৫ গোল করেছেন বাইকান। যদিও চেক প্রজাতন্ত্র জানিয়েছে বাইকানের গোলসংখ্যা ৮২১ টি।
শুধু তাই নয়, ব্রাজিলিয়ান ফুটবলের দুই কিংবদন্তি পেলে এবং রোমারিও তাদের ক্যারিয়ারে এক হাজারের বেশি গোল আছে বলে ধারণা করা হয়। যদিও এইসব গোলের মধ্যে কিছু গোল এসেছে অনানুষ্ঠানিক প্রীতি ম্যাচ গুলো থেকে।
এই কারণে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেশাদার ফুটবলের সর্বোচ্চ গোলদাতা মানতে নারাজ অনেকেই। তবে ফিফার হিসাব অনুযায়ী এখন ফুটবল বিশ্বের সর্বোচ্চ গোলদাতা রোনালদোই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর