ব্রাইটনকে হারিয়ে সিটির সাথে ব্যবধান কমালো লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১২ মার্চ ২০২২
ব্রাইটনকে হারিয়ে সিটির সাথে ব্যবধান কমালো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনকে তাদের ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এতেই চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সাথে ব্যবধান কমিয়ে এনেছে অলরেডরা।

শনিবার (১২ মার্চ) ব্রাইটনের মাঠে আতিথ্য নেয় লিভারপুল। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

ফল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদেরকে। ম্যাচের ১৯তম মিনিটেই লিভারপুল তাদের সাফল্যের দেখা পায়। অলরেড মিডফিল্ডার জোয়েল মাতিপের ক্রস থেকে ডি-বক্সে বল পান লুইস দিয়াজ। সে সময় ব্রাইটন গোলরক্ষক রবার্ট সানচেজ ধাক্কা পড়ে গেলেও গোল মিস করেনি দিয়াজ। ধাক্কার দেওয়ার কারণে কোনো কার্ডও দেখেননি সানচেজ। 

প্রথম গোলের পর অনেক বেশি রক্ষণাত্মক হয়ে উঠে ব্রাইটন। প্রথমার্ধের বাকি সময়ে দুই দল গোলের কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। আর এতেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

বিরতি থেকে ফিরে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এর ফল পেতেও সময় লাগেনি। ম্যাচের ৫৬তম মিনিটে ডি বক্সে হাতে বল লাগিয়ে বসেন ইয়েভেস বিসসৌমা। এতেই স্পট কিক পায় লিভারপুল।

স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি লিভারপুলের মিশরীয় রিক্রুট মোহাম্মদ সালাহ। আর এতেই ২-০ গোলে এগিয়ে যায় অলরেডরা। লিগে সালাহর এটি ২০তম গোল।

এই ম্যাচে প্রিমিয়ার লিগে দুই হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করে লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ক্লাব হিসেবে এই রেকর্ড গড়লো লিভারপুল। এছাড়াও ব্রাইটনের বিপক্ষে এই জয় ছিল প্রিমিয়ার লিগে অলরেডদের টানা অষ্টম জয়।

প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচ খেলে লিভারপুলে পয়েন্ট ৬৬। আর সমানসংখ্যক ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৯।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুলে থাকার বিষয়টি সালাহর হাতেই ছাড়লেন ইয়ুর্গেন ক্লপ

লিভারপুলে থাকার বিষয়টি সালাহর হাতেই ছাড়লেন ইয়ুর্গেন ক্লপ

লিডসের জালে লিভারপুলের ‘গোলবন্যা’

লিডসের জালে লিভারপুলের ‘গোলবন্যা’

লুইজ দিয়াজকে প্রশংসায় ভাসালেন জার্গেন ক্লপ

লুইজ দিয়াজকে প্রশংসায় ভাসালেন জার্গেন ক্লপ

৩৮২ কোটিতে লিভারপুলে ‘কলম্বিয়ান নেইমার’

৩৮২ কোটিতে লিভারপুলে ‘কলম্বিয়ান নেইমার’