অ্যাম্পুটি ফুটবল: ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় পরাজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১২ মার্চ ২০২২
অ্যাম্পুটি ফুটবল: ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় পরাজয়

‘অ্যাম্পুটি ফুটবল বিশ্বকাপ-২০২২ ইস্ট এশিয়া কোয়ালিফায়া’ -এর ম্যাচে বাংলাদেশ দলকে ৮-০ গোলে হারিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির হয়ে হ্যাটট্রিক গোল করেন দুইজন; আগুং রাড়কি সাত্রিয়া এবং আপিত্য। বিপরীতে নতুন দল বাংলাদেশ একটি গোলও আদায় করতে পারেনি। দিনের অপর ম্যাচে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে জাপান।

শনিবার (১২ মার্চ) ‘অ্যাম্পুটি ফুটবল বিশ্বকাপ-২০২২ ইস্ট এশিয়া কোয়ালিফায়া’ -এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া অ্যাম্পুটি ফুটবল দল। এর আগে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপান এবং মালয়েশিয়া।

অ্যাম্পুটি ফুটবলে বাংলাদেশ একেবারেই নতুন একটি দল। মাত্র দেড় থেকে দুই মাসের প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে ফুটবলের এ সংস্করণে খেলার জন্য যেসব ইকুইপমেন্ট দরকার তাও নেই।

তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ অ্যাম্পুটি ফুটবল দল। দুর্বল প্রতিপক্ষ পেয়ে বাংলাদেশকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়ার পক্ষে আগুং রাড়কি সাত্রিয়া এবং আপিত্য হ্যাটট্রিক গোল করেন। ম্যাচের ২, ৬ ও ২৫তম মিনিটে সাত্রিয়া হ্যাটট্রিক পূরণ করেন। এছাড়া ২২, ২৬ ও ৪৭তম মিনিটে ম্যাচের দ্বিতীয় হ্যাটট্রিক করেন আপিত্য, বাকি দুটি গোলের মধ্যে ম্যাচের ১০তম মিনিট মোহাম্মদ সিদিক বাহিরি একটি এবং বাকি গোল আত্মঘাতী ছিল।

sportsmail24দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মালয়েশিয়া এবং জাপান

এর আগে দিনের প্রথম ম্যাচটিতে একচেটিয়া আধিপত্য দেখিয়ে খেলেছে জাপানের অ্যাম্পুটি ফুটবল দল। মালয়েশিয়া দলকে কোন প্রকার পাত্তা না দিয়ে ৭-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে জাপান। দলের পক্ষে জোড়া গোল করেছেন কেইয়া কানেকো। বিপরীতে বাংলাদেশের ন্যায় মালয়েশিয়া দলও কোন গোল আদায় করতে পারেনি।

জাপানের পক্ষে কেইয়া কানেকো ৮ ও ১৪তম মিনিটে দুটি, দাজকি গোতো ২৫তম মিনিটে একটি, কাইতো আকেবা ৩০ মিনিটে, কানেকো ৩৬ মিনিটে, দাজকি গোতো ৪১ মিনিটে এবং হিদো কায়াশিমা ৪৬ মিনিটে একটি গোল করেন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যালন ডি'অরে নতুন নিয়ম, ভোট দিতে পারবে না বাংলাদেশ

ব্যালন ডি'অরে নতুন নিয়ম, ভোট দিতে পারবে না বাংলাদেশ

চেলসির পরিচালক পদ হারালেন রোমান আব্রাহিমোভিচ

চেলসির পরিচালক পদ হারালেন রোমান আব্রাহিমোভিচ

চেলসির দুঃসময়ের সুবিধা নিয়ে লুকাকুকে ফেরাতে চায় ইন্টার

চেলসির দুঃসময়ের সুবিধা নিয়ে লুকাকুকে ফেরাতে চায় ইন্টার

চেলসি বিক্রিতে ‘সমাঝোতায়’ পৌঁছেছে আব্রাহিমোভিচ-যুক্তরাজ্য

চেলসি বিক্রিতে ‘সমাঝোতায়’ পৌঁছেছে আব্রাহিমোভিচ-যুক্তরাজ্য