ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে নিষিদ্ধ হয়েছেন রোমান আব্রাহিমোভিচ। এর আগেই চেলসিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই চেলসির পরিচালকের পদ থেকে তাকে সরিয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
শনিবার (১২ মার্চ) ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্য সরকার রোমান আব্রাহিমোভিচের উপর নিষেধাজ্ঞা দেওয়ায় তাকে ক্লাবের পরিচালকের পদে রাখতে পারবে না। তবে এই সিদ্ধান্ত ক্লাব পরিচালনা করতে ভূমিকা রাখবে না বলেও জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (১০ মার্চ) রোমান আব্রাহিমোভিচের উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য সরকার। এই নিষেধাজ্ঞার পরেই চেলসির পরিচালকের পদ হারালেন তিনি।
যুক্তরাজ্যে রোমান আব্রাহিমোভিচকে নিষিদ্ধ করার পর চেলসিকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ অনুমতি দিয়েছে সেদেশের সরকার। এ ঘোষণার পর চেলসির মালিকানায় আব্রাহিমোভিচের থাকতে কোনো সমস্যা না থাকলেও তাকে পরিচালক পদে রাখছে না ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
Following the sanctions by the UK Government, the Premier League Board has disqualified Roman Abramovich as a Director of Chelsea Football Club
— Premier League Communications (@PLComms) March 12, 2022
The Board’s decision does not impact on the club’s ability to train and play its fixtures.
Full statement:️ https://t.co/O65T4qk50O pic.twitter.com/0jtMnZLKCg
যুক্তরাজ্য সরকারের চাপের মুখে কিছুদিন আগেই ইংলিশ ক্লাব চেলসি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন রোমান আব্রাহিমোভিচ। তবে নিষেধাজ্ঞা আসায় ক্লাব বিক্রির সেই প্রক্রিয়াও থমকে দাঁড়িয়েছে।
যুক্তরাজ্যে নিষিদ্ধ হওয়া কিংবা চেলসির পরিচালকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার পর এখনও কোনো ধরনের মন্তব্য করেননি রোমান আব্রাহিমোভিচ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর