সর্বশেষ ২০২০-২১ মৌসুমে ইন্টার মিলানকে লিগ শিরোপা জিতিয়ে ক্লাব ছেড়েছিলেন কোচ অ্যান্তেনিও কন্তে। এরপর দীর্ঘ ছয় মাস কোনো ক্লাবের সাথে জড়িত না থাকলেও পরে যোগ দিয়েছিলেন টটেনহ্যাম হটস্পারে। ইংলিশ ক্লাবটিতে থাকবেন কিনা সে নিয়ে এখনও কিছু জানাতে নারাজ কোচ কন্তে।
২০২১ সালের নভেম্বরে ১৮ মাসের চুক্তিতে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন অ্যান্তেনিও কন্তে। তবে এর আগেই গুঞ্জন উঠেছিল চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়তে পারেন তিনি। তবে সে বিষয়টি নাকচ করে দিয়েছেন কন্তে। জানিয়েছেন, মৌসুম শেষের পরেই টটেনহ্যামের সাথে চুক্তির বিষয়ে ভাবতে চান তিনি।
এ বিষয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন অ্যান্তেনিও কন্তে। তিনি বলেন, ‘এখন এটাই সত্য আমি টটেনহ্যামের সাথে চুক্তিবদ্ধ। চার মাস কাটানোর পর ধারণা ক্লাব আমাকে বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে কিভাবে আমি আগাতে চাই।’
এছাড়াও টটেনহ্যামের সকল সমস্যা সমাধান করেই এগিয়ে যেতে চান এই কোচ। তিনি বলেন, ‘সর্বশেষ তিন মাসে আমরা বুঝতে পেরেছি, আমাদের কোথায় উন্নতি করতে হবে। আর আমরা সেটাই করতেছি।’
টটেনহ্যামে নিজের কাজকে বেশ উপভোগ করছেন বলেও জানিয়েছেন এই কোচ। তিনি বলেন, ‘আমি এই ক্লাবের (টটেনহ্যাম) হয়ে কাজ করা বেশ উপভোগ করছি। আমি ক্লাবের ভালোর জন্যই সবকিছু করতে চাই।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর