কিছুদিন আগে ইংলিশ ক্লাব লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ জানিয়েছিলেন লিভারপুলে তার থাকার বিষয়টি নির্ভর করছে ক্লাবটির উপর। তবে এবার ভিন্ন খবর জানালেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। তিনি জানালেন লিভারপুলে সালাহ থাকবেন কিনা সেই সিদ্ধান্ত নিবেন এই মিশরীয় ফরোয়ার্ডই।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলে যোগ দেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের পুর্নজাগরণের রেখেছেন বড় ভূমিকা। এরপর থেকেই তার উপর নজর আছে ইউরোপিয়ান বিভিন ক্লাবের। তবে শেষ পর্যন্ত লিভারপুলে থাকবেন কিনা সেটা এখন নির্ভর করছে তার উপরই।
২০২২-২৩ মৌসুমেই শেষ হবে লিভারপুলের সাথে মোহাম্মদ সালাহর চুক্তির মেয়াদ। পরের মৌসুম থেকে অলরেডদের জার্সিতেই খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নন। বিষয়টি নিয়েই সালাহ নিজেই সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ।
তিনি বলেন, ‘আমরা অবশ্যই মোহাম্মদ সালাহকে ক্লাবে চাই। এখন এটা সালাহর সিদ্ধান্ত। ক্লাব যা করতে পারতো তা সবই করেছে।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। দেখা যাক কি হয়। এখন পর্যন্ত সালাহর সাথে ক্লাবের কোনো কথা বার্তা হয়নি। পরিস্থিতি সব স্বাভাবিক আছে।’
এখন পর্যন্ত অলরেডদের জার্সিতে ২৩৭ ম্যাচ খেলেছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত ১৫২ গোল করেছেন এই মিশরীয় ফরোয়ার্ড। ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপে এবং উয়েফা সুপার কাপ জিতেছেন এই তারকা ফুটবলার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর