এতোদিন ধরে চারদিকে গুঞ্জন চলছিল, রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। যদিও সময়ের সাথে সাথে সেই গুঞ্জনে ভাটা পরে। ঘরের ছেলেকে ঘরে রাখতে উঠেপড়ে লেগেছিল প্যারিসের মেয়র থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। তবে এবার বোধহয় অবসান হতে চলছে এমবাপে নাটকের।
জনপ্রিয় একটি স্প্যানিশ দৈনিক জানিয়েছে, দুই দিকের সব কিছু ঠিকঠিক থাকলে পরের সপ্তাহের মাঝামাঝি সময়েই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এমবাপে। সম্ভবত এটাই হতে যাচ্ছে দলবদলের বাজারে বড় এবং চূড়ান্ত চমক। যেটা লক্ষ্য করে আগাচ্ছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
এমবাপেকে দলে ভিড়ানোর জন্য এর আগেও নানাভাবে চেষ্টা করে গেছে স্প্যানিশ জায়ান্টরা। গত গ্রীষ্মের দলবদলের বাজারে একের পর এক অফার নিয়ে জাহির হয়েছিলেন পেরেজ। তবে প্রতিবারই সেসব উড়িয়ে দিয়েছেন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি। তবে এবার আর পারবেনে বলে মনে হয় না।
খেলাইফি রাজি না হলেও এমবাপের এজেন্ট এবং রিয়াল মাদ্রিদের সাথে কথাবার্তা চলমান রয়েছে। গত কয়েকদিন ধরে দুই পক্ষের আলোচনার পর সম্ভাবনা আরও তীব্র হয়েছে যে, রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন বিশ্বকাপজয়ী তারকা। সব কিছু ঠিক থাকলে আগামী শুক্রবার জায়গা করে নিতে যাচ্ছে ইতিহাসের পাতায়।
এমবাপের সঙ্গে চুক্তি করলেও সেটা আনুষ্ঠানিকভাবে হবে না। কেননা বর্তমান মৌসুম শেষ না হওয়া পর্যন্ত পিএসজিতেই আছেন ফরাসি তারকা। চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান জয়ের লড়াইয়ে ডুবে আছেন তিনি।
বেশ আগে এমবাপে জানিয়েছিলেন, তার ছোটবেলার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদের সাদা জার্সি গায়ে মাঠ মাতাবেন। এরপর থেকেই ফরাসি তারকাকে চুক্তি নবায়ন করার জন্য চাপ দিতে থাকে পিএসজি। ঠিক সেই সময় থেকেই এমবাপেকে নিজেদের করে নিতে দলবদলের মার্কেটে নেমে পড়ে ‘লস ব্লাঙ্কোস’রা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি