বিশ্বকাপ বাছাইপর্বের দলে ফিরছেন নেইমার, বাদ জেসুস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪১ এএম, ১২ মার্চ ২০২২
বিশ্বকাপ বাছাইপর্বের দলে ফিরছেন নেইমার, বাদ জেসুস

লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসাবে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। বাকি ম্যাচগুলো কেবল আনুষ্ঠানিকতা। চলতি মার্চে চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ তিতে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন নেইমার জুনিয়র, বাদ পড়েছেন গ্যাব্রিয়েল জেসুস। বাকি দল রয়ে গেছে অপরিবর্তিত।

চোট আর নেইমার যেন একে অন্যের পরিপূরক। যার জন্য মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় কাটাতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকাকে। গোড়ালির চোট কাটিয়ে দুই মাসেরও বেশি সময় পর চোট কাটিয়ে সম্প্রতি ফিরেছেন পিএসজি দলে। এবার ফিরলেন জাতীয় দলেও।

ওইদিকে ২০১৯ সালে কোপা আমেরিকাতে আর্জেন্টিনার বিপক্ষে গোলের পর দীর্ঘ সময় আর গোলের দেখা পাননি জেসুস। টানা ১৬ ম্যাচে ‘গোলখরা’ কাটিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যার কারণে তাকে এবার বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিল বস। বাদ পড়েছেন জুভেন্টাস ডিফেন্ডার আলেক্স সান্দ্রোও।

শুক্রবার (১১ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেন তিতে। দলে নতুন মুখ হিসাবে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান লিগে খেলা অ্যাথলেটিকো মিনেইরোর তরুণ লেফটব্যাক গিয়ের্মে আরানা ও পালমেইরাসে খেলা অভিজ্ঞ গোলকিপার ওয়েভারটন।

দুই ম্যাচের প্রথম ম্যাচে ২৪ মার্চ ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে ৩০ মার্চ বলিভিয়ার এস্তাদিও হার্নান্দো সাইলস অলিম্পিক স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবেন নেইমাররা।

বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে অপরাজিত আছে তিতের দল। ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রতে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা। তারাও নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপের টিকিট।

ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন বেকার, এডারসন, ওয়েভেরটন।
ডিফেন্ডার: দানিলো, দানি আলভেস, আলেক্স টেলস, গিলের্মে আরানা, থিয়াগো সিলভা, মার্কিনিয়োস, গাব্রিয়েল, এডার মিলিতাও, আর্থার।
মিডফিল্ডার: ক্যাসিমেরো, ফ্যাবিনিয়ো, ফ্রেড, লুকাস পাকোতা, ফিলিপ কৌতিনহো, ব্রুনো গিমারেস, আন্তোনি।
ফরোয়ার্ড: রাফিনহো, রিচার্লিসন, নেইমার, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, গাব্রিয়েল মার্টিনেলি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

বাজে ব্যবহারের দায়ে ব্রাজিলিয়ান লিগে এক ম্যাচ নিষিদ্ধ মাসকট

বাজে ব্যবহারের দায়ে ব্রাজিলিয়ান লিগে এক ম্যাচ নিষিদ্ধ মাসকট

কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ থাকছেন না তিতে

কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ থাকছেন না তিতে

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা