রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞায় পড়েছেন চেলসির মালিক রোমান আব্রাহিমোভিচ। বিশেষ বিবচেনায় ক্লাব চলতি ২০২১-২২ মৌসুমের বাকি সময় ক্লাব চালানোর অনুমতি দেওয়া হয়েছে। রোমান আব্রাহিমোভিচের উপর নিষেধাজ্ঞা আসার পরপরই চেলসির সাথে স্পন্সর চুক্তি বাতিল করেছে যুক্তরাজ্যের মোবাইল নেটওয়ার্ক কোম্পানি থ্রি।
যুক্তরাজ্যভিত্তিক মোবাইল নেটওয়ার্ক কোম্পানি থ্রি মৌসুমে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসির জার্সি স্পন্সর হয়েছিল। বৃহস্পতিবার (১০ মার্চ) রোমান আব্রাহিমোভিচের উপর নিষেধাজ্ঞা আসার পরপরই তারা চেলসির সাথে সম্পর্ক ছেদ করার সিদ্ধান্ত নেয়।
এক বিবৃতিতে থ্রি জানিয়েছে, ‘সরকারের নেওয়া সিদ্ধান্তের পর আমরা চেলসিকে আপাতত আমাদের স্পন্সর চুক্তি বাতিল করার অনুরোধ করেছি। যতদ্রুত সম্ভব জার্সি থেকে আমাদের ব্র্যান্ডের নাম সরিয়ে ফেলতে বলা হয়েছে।’
তবে এখনই পুরোপুরি সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি মোবাইল নেটওয়ার্কের এই প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, ভবিষ্যতে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
Chelsea shirt sponsor - mobile phone firm Three - on why it has cut ties with the club by suspending the deal after Abramovich was placed under UK sanctions over Russia’s war on Ukraine pic.twitter.com/n246CbKXAw
— Rob Harris (@RobHarris) March 10, 2022
শুধু মোবাইল নেটওয়ার্ক কোম্পানি না, বিশ্বজুড়ে গাড়ি নির্মাণের জন্য বিখ্যাত কোম্পানি হুন্ডাইও চেলসির স্পন্সর হিসেবে আছে। তারাও চেলসি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
থ্রি এবং হুন্ডাই সরে গেলেও এখনও চেলসির সাথে চুক্তি বাতিল করবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ক্রীড়া সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান নাইকি। ২০১৬ সালে ৯০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসির সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর