মালিক নিষেধাজ্ঞায়, স্পন্সর হারাচ্ছে চেলসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১১ মার্চ ২০২২
মালিক নিষেধাজ্ঞায়, স্পন্সর হারাচ্ছে চেলসি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞায় পড়েছেন চেলসির মালিক রোমান আব্রাহিমোভিচ। বিশেষ বিবচেনায় ক্লাব চলতি ২০২১-২২ মৌসুমের বাকি সময় ক্লাব চালানোর অনুমতি দেওয়া হয়েছে। রোমান আব্রাহিমোভিচের উপর নিষেধাজ্ঞা আসার পরপরই চেলসির সাথে স্পন্সর চুক্তি বাতিল করেছে যুক্তরাজ্যের মোবাইল নেটওয়ার্ক কোম্পানি থ্রি।

যুক্তরাজ্যভিত্তিক মোবাইল নেটওয়ার্ক কোম্পানি থ্রি মৌসুমে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসির জার্সি স্পন্সর হয়েছিল। বৃহস্পতিবার (১০ মার্চ) রোমান আব্রাহিমোভিচের উপর নিষেধাজ্ঞা আসার পরপরই তারা চেলসির সাথে সম্পর্ক ছেদ করার সিদ্ধান্ত নেয়।

এক বিবৃতিতে থ্রি জানিয়েছে, ‘সরকারের নেওয়া সিদ্ধান্তের পর আমরা চেলসিকে আপাতত আমাদের স্পন্সর চুক্তি বাতিল করার অনুরোধ করেছি। যতদ্রুত সম্ভব জার্সি থেকে আমাদের ব্র্যান্ডের নাম সরিয়ে ফেলতে বলা হয়েছে।’

তবে এখনই পুরোপুরি সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি মোবাইল নেটওয়ার্কের এই প্রতিষ্ঠানটি। তারা জানিয়েছে, ভবিষ্যতে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

শুধু মোবাইল নেটওয়ার্ক কোম্পানি না, বিশ্বজুড়ে গাড়ি নির্মাণের জন্য বিখ্যাত কোম্পানি হুন্ডাইও চেলসির স্পন্সর হিসেবে আছে। তারাও চেলসি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

থ্রি এবং হুন্ডাই সরে গেলেও এখনও চেলসির সাথে চুক্তি বাতিল করবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ক্রীড়া সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান নাইকি। ২০১৬ সালে ৯০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসির সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

নিষিদ্ধ আব্রাহিমোভিচ, আটকে গেল চেলসি বিক্রি

নিষিদ্ধ আব্রাহিমোভিচ, আটকে গেল চেলসি বিক্রি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যে নিষিদ্ধ চেলসির মালিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্যে নিষিদ্ধ চেলসির মালিক

চেলসি ‘বিক্রি’ করে দিচ্ছেন রোমান আব্রাহামোভিচ

চেলসি ‘বিক্রি’ করে দিচ্ছেন রোমান আব্রাহামোভিচ

ইউক্রেন যুদ্ধ : চেলসির প্রতি বৈরি আচরণের কারণ বুঝতে পারছেন টুখেল

ইউক্রেন যুদ্ধ : চেলসির প্রতি বৈরি আচরণের কারণ বুঝতে পারছেন টুখেল