চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। তবে দ্বিতীয় লেগে রিয়ালের ঘরের মাঠে ৩-১ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি ফরাসি ক্লাবটি। ম্যাচ হারের পর রেফারিকে শাসিয়েছে পিএসজির মালিক নাসের আল খেলাইফি। এতেই তার বিরুদ্দে অভিযোগ এনেছে উয়েফার শৃঙ্খলা কমিটি।
বুধবার (৯ মার্চ) রাতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ ব্যবধানে হারে পিএসজি। এ ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তার করা প্রথম গোল নিয়ে অভিযোগ তোলেন পিএসজি বস মারিসিও পচেত্তিনো। জানান, প্রথম গোলের সময় গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মাকে ফাউল করেছিলেন পচেত্তিনো। এ ঘটনার জন্য ম্যাচ শেষে রেফারিকে শাসিয়েছেন নাসের আল খেলাইফি।
এ ঘটনার পর পিএসজির মালিক নাসের আল খেলাইফি এবং স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর বিপক্ষে অভিযোগ তোলেন রেফারি। আর এ ঘটনার পরই তাদের বিপক্ষে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
তবে কবে নাগাদ এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে এবং তদন্তে কি ধরনের শাস্তি পেতে পারেন সে বিষয়ে এখনও কিছুই জানায়নি উয়েফা।
এদিকে পিএসজির মালিকানার পাশাপাশি উয়েফা এবং ইউরোপিয়ান ফুটবলের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে কাজ করছেন খেলাইফি। উয়েফার নির্বাহী কমিটির সদস্য তিনি। এছাড়াও ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও কাজ করছেন খেলাইফি।
শুধু তাই নয়, উয়েফার সাথে খেলাইফির বাণিজ্যিক সম্পর্কও রয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিভি স্বত্বের মালিকানা কিনে নিয়েছে কাতারের প্রতিষ্ঠান বেইন মিডিয়া গ্রুপ। এই গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন খেলাইফি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর