ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরুর পর থেকেই ধারণা করা হচ্ছিলো যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারেন ইংলিশ ক্লাব চেলসির মালিক রোমান আব্রাহিমোভিচ। শেষ পর্যন্ত তাই হলো, যুক্তরাজ্যে নিষিদ্ধ হয়েছেন তিনি।
নিষেধাজ্ঞার মুখে পড়ায় যুক্তরাজ্যে থাকা সকল সম্পত্তি থেকে বঞ্চিত হবেন তিনি। তবে এক্ষেত্রে বিশেষ ছাড় পাচ্ছে ইংলিশ ক্লাব চেলসি। সমর্থক, ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বিবেচনায় চেলসিকে এই বিশেষ ছাড় দিচ্ছে যুক্তরাজ্য সরকার।
রোমান আব্রাহিমোভিচের উপর নিষেধাজ্ঞা আসলেও এর প্রভাব পড়বে না তার মালিকাধীন চেলসির উপর। চেলসির জন্য বিশেষ সুবিধা দিচ্ছে যুক্তরাজ্য সরকার। এ কারণেই টুর্নামেন্টগুলোতে চেলসির অংশগ্রহণ নিয়ে থাকবে না কোনো বাঁধা। এমনকি ক্লাবটির ফুটবলার এবং স্টাফদের বেতন দিতে নেই কোনো সমস্যা।
টুর্নামেন্ট খেলতে বাঁধা না থাকলেও নতুন ফুটবলার দলে ভেড়াতে এবং চুক্তির মেয়াদ বাঁড়াতে পারবে না চেলসি। এছাড়াও বিক্রি হোম ম্যাচের জন্য টিকিট বিক্রি করতে পারবে না। তবে যেসব টিকিট বিক্রি হয়েছে, সেইসব টিকিটধারী সমর্থকরা ম্যাচ উপভোগ করতে পারবে।
নিষেধাজ্ঞা আসতে পারে এমন খবর চউর হওয়ার পর থেকেই চেলসিকে বিক্রি করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রাহিমোভিচ। তবে এই নিষেধাজ্ঞার আসায় আর চেলসিকে বিক্রি করতে পারছেন না এই রাশিয়ান ধনকুবের।
রাশিয়া-ইউক্রেন টানাপোড়নের বেশ আগে থেকেই চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অনুপস্থিত ছিলেন রোমান আব্রাহিমোভিচ। এর আগে ইসরায়েলের নাগরিকত্ব দেখিয়ে ছয় মাস লন্ডনে অবস্থান করার সুযোগ পেয়েছিলেন এই রাশিয়ান ধনকুবের। তবে এবার আর সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
মূলত রাশিয়ান সরকারের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকায় নিষিদ্ধ হয়েছেন রোমান আব্রাহিমোভিচ। তবে বরাবরই এ সম্পর্কের কথা অস্বীকার করে গিয়েছেন এই রুশ ব্যবসায়ী।
ইউক্রেন ইস্যুতে খেলার মাঠে রাশিয়ার বিপক্ষে এটিই যুক্তরাজ্যের বড় সিদ্ধান্ত। এর আগে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছিল, রাশিয়ার সাথে কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে চায় না তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর