চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনেল ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও পিএসজি। ম্যাচে পিছিয়ে পড়লেও করিম বেনজেমার হ্যাটট্রিক গোলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে মাদ্রিদের জায়ান্টরা। তবে বেনজেমার করা প্রথম গোল নিয়ে আপত্তি তুলেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোর অভিযোগ, বেনজেমার করা প্রথম গোলটি গোল ছিল না, বরং জানলুইজি দোন্নারুমাকে ফাউল করেছিল বেনজেমা। তবে রেফারি সে বিষয়ে খেয়াল করিনি।
পচেত্তনোর মতে, করিম বেনজেমা দোন্নারুমার উপর চাপ সৃষ্টি করে ডি-বক্সের মধ্যে বলের উপর ঝাঁপিয়ে পড়েন। যার ফলে শেষ পর্যন্ত দোন্নারুমা বলের দখল হারান। এ সুযোগে ফরাসি তারকা গোল করেছেন।
ম্যাচ শেষে পিএসজি কোচ বলেন, ’এই গোল অনেকটা অবিচারের মতো মনে হচ্ছে, এটা অন্যায়। এটা দোন্নারুমার উপর স্পষ্ট ফাউল ছিল। এখানেই খেলার মানসিক অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এটি একটি বড় ধাক্কা ছিল। আমরা ১৮০ মিনিটই ভালো খেলেছি।’
যদিও ওই গোলটির জন্য দোন্নারুমাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অনেকে। তবে সেটা মানতে নারাজ পিএসজি বস। তিনি দোন্নারুমার পক্ষই নিয়েছেন।
বলেন ‘এটা ভুল নয়, কারণ এটা পরিষ্কার ফাউল ছিল। আমি প্রতিটি কোণ থেকে ভিডিওটা ৩০ কী ৪০ বার দেখেছি। এটা ভুল নয়, এটা অন্যায়।’
এই একটি গোলই খেলার পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন পচেত্তিনো। বলেন, ‘এটি একটি ফাউল ছিল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) এটা দেখেনি। এই গোলই দুই দল এবং খেলার উপর প্রভাব ফেলেছিল। আমরা ম্যাচের নিয়ন্ত্রণেই ছিলাম।’
ফরাসি তারকা করিম বেনজেমার ঝড়ো হ্যাটট্রিকে পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল। দুই লেগ মিলি ৩-২ ব্যবধানে তারকাসমৃদ্ধ পিএসজিকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে রিয়াল মাদ্রিদ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস