দুই রিয়াল কিংবদন্তিকে টপকে গেলেন বেনজেমা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১০ মার্চ ২০২২
দুই রিয়াল কিংবদন্তিকে টপকে গেলেন বেনজেমা

করিম বেনজেমার ক্যারিয়ারে এখন বসন্ত চলছে। প্রতি ম্যাচেই নিজেকে চিনিয়ে যাচ্ছেন ফরাসি তারকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আরেকবার নিজেকে চেনালেন হ্যাটট্রিক করে। তার এই হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে পিএসজি।

পিএসজিকে হারানো এই হ্যাটট্রিক দিয়েই রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তিকে টপকে গিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা। দুইটি দিক থেকে বেনজেমা টপকে গেছেন লস ব্লাঙ্কোসদের দুই কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও রাউল গঞ্জালেসকে।

রিয়ালের ইতিহাসে অন্যতম নাম আলফ্রেডো ডি স্টেফানো। ক্লাবটির ইতিহাসে কিংবদন্তির আসন দখল করে বসে আছেন ত্রিদেশীয় (আর্জেন্টিনা-কলম্বিয়া-স্পেন) এই ফুটবলার। রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে ছিলেন তিনি।

পিএসজির বিপক্ষে শেষ গোলটা করার মধ্য দিয়ে তাকে টপকে গেছেন বেনজেমা। ৫৯২ ম্যাচে বেনজেমার গোল এখন ৩০৯। ডি স্টেফানোর ৩০৮! বেনেজেমার উপরে আছেন কেবল রাউল এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ৭৪১ ম্যাচ খেলা রাউলের গোল ৩২৩। ৪৩৮ ম্যাচে রোনালদোর গোল ৪৫০।

রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে আসা ছাড়াও আরেকটি রেকর্ড গড়েছেন ফরাসি তারকা। এদিক দিয়ে তিনি পেছনে ফেলেছেন রাউলকে। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে চলে এসেছেন বেনজেমা।

রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে বেনজেমার গোল সংখ্যা এখন ৬৭। ৬৬ গোল নিয়ে তার পিছনে আছেন রাউল গঞ্জালেস। ১০৫ গোল নিয়ে রিয়াল তো বটেই, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে শীর্ষ গোলদাতা হয়ে আছেন রোনালদো।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

গোলশূন্য ড্র করেও শেষ আটে ম্যানসিটি

গোলশূন্য ড্র করেও শেষ আটে ম্যানসিটি

দেশের যুদ্ধাবস্থাতেও সিটিজেনদের হয়ে নামবেন জিজিনকো

দেশের যুদ্ধাবস্থাতেও সিটিজেনদের হয়ে নামবেন জিজিনকো

গার্দিওয়ালা বিশ্বের সেরা কোচ : অ্যান্তোনিও কন্তে

গার্দিওয়ালা বিশ্বের সেরা কোচ : অ্যান্তোনিও কন্তে

তরুণ আলভারেজের প্রশংসায় গার্দিওয়ালা

তরুণ আলভারেজের প্রশংসায় গার্দিওয়ালা