ম্যানচেস্টার সিটির হয়ে চলতি ২০২১-২২ মৌসুমে একটিবারের জন্যও মাঠে নামার সুযোগ পাননি স্কট কারসন। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলবেন, এটা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কারসন। তবে সবাইকে অবাক করে দিয়ে দীর্ঘ ১৭ বছর চ্যাম্পিয়নস লিগে ম্যাচ খেলার সুযোগ পেলেন এই গোলরক্ষক।
বুধবার (৯ মার্চ) রাতে নিজেদের ঘরের মাঠে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের মুখোমুখি হয়ে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে লিসবনকে তাদের ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল সিটিজেনরা। এ ম্যাচ জিতে লিসবন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিবে তা ছিল দূরাশা। ম্যাচে শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। গোলশূন্য ড্র হওয়া এ ম্যাচে নজর কেড়েছেন গোলরক্ষক কারসন।
ম্যানচেস্টার সিটির গোলবারের নিচে অতন্দ্রী প্রহরী হয়ে আছেন ব্রাজিলিয়ান এডারসন। তাকে সরিয়ে অন্য কেউ জায়গা করে নিবে, সেই ভাবনা হয়তো সিটিজেন বস পেপ গার্দিওয়ালাও ভাবতে পারেন না। তাই তো দলে থাকা বাকি তিন গোলরক্ষকে থাকতে হয় মাঠের বাইরে।
স্কোয়াডে থাকা চার গোলরক্ষকের মধ্যে তৃতীয় পছন্দের গোলরক্ষক স্কট কারসন। স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময় বেঞ্চ গরম করেন এই গোলরক্ষক। তবে লিসবনের বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিটের সময় হঠাৎই তাকে মাঠে নামিয়ে দেন পেপ গার্দিওয়ালা। অবশ্য এই ম্যাচে কোনো ভুল করেননি। ধরে রেখেছিলেন নিজের ক্লিন শীট। আর এতেই নজর কেড়েছেন ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক।
এর আগে সর্বশেষ ২০২১ সালের মে মাসে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। পরের ম্যাচ খেলার জন্য তাকে অপেক্ষা করতে হলো প্রায় এক বছর।
ম্যানচেস্টার সিটির জার্সিতে এক ম্যাচ খেলার জন্য অপেক্ষা এক বছর হলেও চ্যাম্পিয়নস লিগে এই অপেক্ষাটা ছিল আরও দীর্ঘ। সর্বশেষ ২০০৫ সালে লিভারপুলের হয়ে মাঠে নেমেছিলেন স্কট কারসন। সে ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল অলরেডরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর