গোলশূন্য ড্র করেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল উঠলো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে গোল উৎসব করা ম্যানসিটি এবার গোলের দেখাই পেল না। তাতে অবশ্য কোনো সমস্যা হয়নি। প্রথম লেগে স্পোর্টিং লিসবনের মাঠে ৫ গোলের জয়ে অনায়াসে শেষ আটে পৌছে গেছে পেপ গার্দিওয়ালার দল।
বুধবার (৯ মার্চ) রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চিরচেনা সিটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেকটা ছন্দহীন ফুটবল খেলতে থেকে গার্দিওওয়ালার শিষ্যরা।
ম্যাচের ২৪ মিনিটে প্রথম আক্রমণ শানায় সিটিজেনরা। তবে ফিল ফোডেনের নেয়া দুর্বল শট ঠেকিয়ে দেন লিসবন গোলরক্ষক। সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন রহিম স্টার্লিং। তবে এবারও বাধা হয়ে দাঁড়ান লিসবন গোলরক্ষক।
৩৮তম মিনিটে ফোডেনের বাড়ানো থ্রুতে ইংলিশ মিডফিল্ডারের মাটি কামড়ানো শট রুখে দেন আন্তোনিও। প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে চারটি শট নিয়ে কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে ইংলিশ ক্লাবটি।
প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের গুছিয়ে খেলতে থাকে ম্যানসিটি। গোলও পেয়ে গিয়েছিল। তবে রিয়াদ মাহরেজের পাসে কাছ গাব্রিয়েল জেসুসের করা গোলটা অফসাইডের কারণে বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)।
বাকি সময়ে দুই দলের কেউই কোনো সুযোগ তৈরী করতে পারেনি । যার ফলে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনেল পা রেখেছেন রিয়াদ মাহরেজ-রহিম স্টার্লিংরা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি