বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হলেন সাবেক ফুটবলার হাসান আল মামুন। চলতি মার্চে উইন্ডোতে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি ম্যাচে জামাল ভূঁইয়াদের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন ২০০৩ সাফ জয়ী এ ফুটবলার। এছাড়া দলের ম্যানেজার হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার ইকবাল হোসেন।
বুধবার (৯ মার্চ) জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাভিয়ের কাবরেরা ও মাসুদ কায়সারের সঙ্গে সহকারী কোচের দায়িত্ব পালন করবেন হাসান আল মামুন।
গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন মামুন। এর আগে চট্টগ্রাম আবাহনীর কোচিং প্যানেলেও ছিলেন তিনি।
এদিকে, জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি হাসান আল মামুন। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছে, খুব ভালো লাগছে খবরটি শুনে। এক সময় স্বপ্ন ছিল জাতীয় দলের সঙ্গে কাজ করার। সেই স্বপ্ন পূরণ হচ্ছে। আশা করি, জাতীয় দলে ভালো অবদান রাখতে পারবো।
হাসান আল মামুনের সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার ইকবাল হোসেন। ২০২১ সালের মার্চে নেপাল সফরে ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
চলতি মার্চ মাসের ১৯ থেকে ২১ তারিখ বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলন করবে বাংলাদেশ ফুটবল দল। এরপর ২২ মার্চ (মঙ্গলবার) মালদ্বীপের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জামাল ভূঁইয়ারা।
স্পোর্টসমেইল২৪/আরএস